আসসালামু আলাইকুম। আমার স্ত্রীর সাথে গতকাল সহবাস বা মিলন করার সময় স্ত্রীর ওঠলো আমার যৌনাঙ্গে ব্যথা লাগলো কিন্তু আমি প্যানিস তার যোনাঙ্গের ভেতর প্রবেশ ও করায়নি প্রবেশ করার পূর্ব মুহুর্তে আমাকে সেটা বলেছে। এবং তার এর দুই চার দিন আগে পিরিয়ড শেষ হয়েছে। এবং সে আমাকে বলছে তার প্রস্রাবের জ্বালাপোড়া হচ্ছে। এই সমস্যার চায়তেছি যদি কোনো যৌন বিশেষজ্ঞ থাকেন প্লিজ সঠিক পরামর্শ দিয়ে সহযোগীতা করবেন বিঃদ্রঃ বিশেষজ্ঞ মহিলা হলে ভালো হয়।
শেয়ার করুন বন্ধুর সাথে