ফেসবুকে কয়েকটি গ্রুপে আমি পোস্ট, লাইক, কমেন্ট কিছুই করতে পারছিনা। দেখাচ্ছে " This group is archived " এটার মানে কি? এটা কি গ্রুপ এডমিন রা করেছে নাকি আমার আইডি তে প্রব্লেম হয়েছে? [ বি.দ্র : আমার আইডিতে কয়েকদিন ধরে একটা সমস্যা হয়েছে। আমি একটু বেশিই পোস্ট শেয়ার করতাম গ্রুপে গ্রুপে। কমেন্ট করতাম অনেক। এজন্য কিছুদিন এর জন্য আমাকে পোস্ট করা এবং কমেন্ট করা থেকে ব্যান করা হয়েছিলো ফেসবুক থেকে। এজন্য কি কোনো সমস্যা হচ্ছে? ] মূল সমস্যাটার নিরসনের উপায় জানতে পারলে খুবই উপকৃত হতাম।
শেয়ার করুন বন্ধুর সাথে

এটা অ্যাকাউন্টের কোনো সমস্যা না। ফেসবুকের বাগের কারণে হচ্ছে। সম্প্রতি ফেসবুক গ্রুপে যেকোনো মেম্বার নিষিদ্ধ ( ফেসবুক এক্সপেক্ট করেনা এমন ) কিছু শেয়ার করলেই গ্রুপ ডিজেবল করে দিচ্ছে। গ্রুপে অ্যাচিভ্ড রাখার মানে হলো কেউ যেন কোনোরকম কার্যক্রম না করতে পারে। গ্রুপে অ্যাডমিনরা এগুলো করেছে। উল্লেখ্য: বেশকিছু গ্রুপ ইতোমধ্যে ডিজেবল হয়ে গেছে। সম্ভবত সমস্যাটির সমাধান করে দেয়া হয়েছে। তবে এ সম্পর্কে ফেসবুক কতৃপক্ষ কোনো বিবৃতি দেয় নি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ