আমার এক পরিচিত ডাক্তার মাইদুল ইসলাম(সিপি এইচ টি বিটি ইবি ঢাকা) ইনার কাছে ভালো সুস্বাস্হ্যের পরামর্শ চাইলে তিনি জ্যানথিন(Zanthin 2)নিতে বলেন টানা তিন মাস প্রতি রাতে একটা করে তো এখন আমি জানতে চাই এই ঔষধটা মুলত কি আর এটা কি আমি নিব আর এটার কি কোনো প্বার্শপ্রতিক্রিয়া আছে কেউ জানাবেন কিন্তু আন্তরিক ভাবে খুশি হবো
Share with your friends
avir

Call

Zanthin 2 licap (astaxinthin) নিদের্শনা : যে সকল সমস্যার জন্য দেওয়া হয়। ১। দেহের অভ্যন্তরীণ সৌন্দর্য বর্ধনে, ত্বকের উন্নতি সাধনে, ২। অভ্যন্তরীণ রোদ প্রতিরোধক হিসেবে, ৩। আর্থ্রাইটিস, ৪। হৃদযন্ত্রের সুসাস্থ্য রক্ষায় ৫। মস্তিষ্ক ও কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সুরক্ষায় ৬। দেহের শক্তি ও সহনশীলতা বাড়াতে এবং ইমিউন সিস্টেমকে উন্নত করার জন্য সেবন করা হয়।

Talk Doctor Online in Bissoy App