Share with your friends
AbdulHalim

Call

গরিলা গ্লাস হলো অ্যালকালি- অ্যালোমিনোসিলিকেট যৌগের তৈরি এক ধরনের শক্ত ও মজবুত ডিসপ্লে, যা স্মার্টফোনের পর্দাকে দাগ, আঁচড়, ঘষা-মাজা এমনকি হাতুড়ির শক্ত আঘাত থেকেও রক্ষা করবে। আর গরিলা গ্লাস ব্যাবহার করলে ডিস্প্লের এর টাচ রেসপন্স ও অনেক ভাল পাওয়া যায় । এই গরিলা গ্লাস সাধারনত কনিং কোম্পানি তৈরি করে থাকে । ,ওয়াল্টন এক্স ২ ওয়াল্টন আর ২ , সিম্পনি জেট আই ইত্যাদি ফোনে এই গ্লাস ব্যবহার করা হয়েছে।

Talk Doctor Online in Bissoy App