শেয়ার করুন বন্ধুর সাথে
Call

সুন্দর পূর্নিমার চাঁদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

মুহতারাম! কামরুল কোন নাম হয় না। কারণ মূল নামটি হবে কামারুল ইসলাম বা কামারুল হাসান। কামার একটি শব্দ আর আলইসলাম বা আল হাসান ভিন্ন আরেকটি শব্দ। আরবী ব্যকরণিক নীতি অনুসারে শব্দ দুটির সমন্বিত রূপ হয়েছে কামারুল ইসলাম বা কামারুল হাসান। এক শব্দের ভগ্নাংশকে অন্য শব্দের সাথে যুক্ত করে কামারুল বলা বা কামারুল নাম রাখা ভাষাগত দিক থেকে বিধিসম্মত নয়। এবং এর কোনো অর্থও করা যায় না। কামর (শুদ্ধ উচ্চারণ হলো কামার) অর্থ চন্দ্র। সুতরাং কামারুল ইসলাম বা কামারুল হাসান এর অর্থ যথাক্রমে ইসলামের চাঁদ বা সুন্দরের চাঁদ। সে হিসেবে চিন্তিত মন ভাই যে উত্তরটি দিয়েছিলেন সেটা কিছুটা সঠিক ছিল। কিন্তু মুহতারাম মোশারফ হোসেন ভাই (আরবী ব্যকরণ মতে ভাইয়ের নামের শুদ্ধ এবং নির্ভুল উচ্চারণ হল মুশাররফ হুসাইন) উত্তরটিকে লুকায়িত করে দিয়েছেন। কেন দিয়েছেন অবগত হতে পারি নি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ