আমার মোবাইলে share it apps ই সুদু ফোন মেমোরিতে transfer ফাই আসে. তা SD card ই যায় না . এখন আমি কি ভাবে তা মেমোরি কাডে নিবো। সেয়ার ইটের ভেতর দেখেছি ওখানে নো পারমিসন লিখা. ফোন রুট করেছি factory data recet ও মেরেছি কিন্তু কোনো লাভ হয়নি।. এখন আমি কি করলে ফাইল গুলো শেয়ার ইটের মাধমে মেমোরি কাড এ যাবে। প্লিজ হেল্প মি। share it এর সেটিংসে গিয়ে storage location এ ক্লিক করে মেমোরী কার্ড সিলেক করেছি তবু ও হচ্ছে না। সেটিং এ গিয়ে storage মেমোরিতে সিলেক্ট করেছি তবু ও হছে না। প্লিজ হেল্প মি।
শেয়ার করুন বন্ধুর সাথে

আমারও একই সমস্যা হয়েছিল। মেমরীটা ফরমেট করে দেখতে পারেন। আমি ফল পেয়েছি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ফোনের Settings এ গিয়ে Default Storage হিসেবে SD Card কে সিলেক্ট করুন। আশা করি সমাধান পাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ