Call

কোনো উভয়মুখী বিক্রিয়া সাম্যবস্হায় থাকাকালে যদি ঐ অবস্থার একটি নিয়ামক(তা,চাপ,ঘনমাত্রা)পরিবর্তন করা হয় তবেসাম্যের অবস্হান ডানে বা বামে এমনভাবে পরিবর্তন হবে যাতে নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। অ্যামোনিয়া গ্যাস উৎপাদনে লা শাতেলিয়ারের নীতি ব্যবহার করা হয়। নাইট্রোজেন ও হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে।এখানে বিক্রিয়কে যদি চাপ বাডানো হয় তাহলে লা শাতেলিয়ারের নীতি অনুসার উৎপাদন বাডে। চাপ কমালে উৎপাদন কমবে। উচ্চ তাপমাত্রায় বিক্রিয়ার গতি বাডে।অপরদিকে তাপমাত্রা বাডালে সাম্যাবস্হায় অ্যামোনিয়া শতকরা উৎপাদন কমে যায়।এ দুটি বিপরীত শর্তের কারণে এমন একটি তাপমাত্রা নির্বাচন করতে হয় যে তাপমাত্রায় কম সময়ে আশানুরূপ উৎপাদন লাভ করা যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ