দাদার জীবিত থাকা অবস্থায় তার কোন এক পুত্র মারা গেলে সেই পুত্রের পুত্র(দাদার নাতি) কি সম্পত্তির ভাগ পাবে? উল্লেখযোগ্য: ** দাদা কিছু বছর পর তাদের কিছু সম্পত্তি লিখে দিয়ে গিয়েছে৷ (তখনকার আইন আনুসারে প্রাপ্য হয়নি মনে করে, মানে তিনি '১৯৬১ মুসলিম পারিবারিক আইন' জানতেন না, এবং দানপত্রে এটার উল্লেখ রয়েছে) **আর বাকিটা কারো নামে দেননি৷ **মুসলিম পরিবার বাংলাদেশ বর্তমান আইন আনুসারে উত্তরটি আশা করছি৷ এবং উত্তরাধিকার হবার আইনটি কত সালে পাশ হয় এবং কার্যকরের তারিখ উল্লেখ করলে ভালো হয়৷
শেয়ার করুন বন্ধুর সাথে