Call

হ্যা এসিড ও ক্ষারক বিক্রিয়া করে৷ এসিড ও ক্ষারকের বিক্রিয়ায় লবন ও পানি উৎপন্ন হয়৷ এই বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলে৷ যেমনঃ HCl+NaOH → NaCl + H2O

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
MdAbuSaeed

Call

এসিড ও ক্ষারকের বিক্রিয়ায় লবন ও পানি উৎপন্ন হয়৷ এই বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলে৷ প্রশমন বিক্রিয়ায় মূলত H+ এবং OH- বিক্রিয়া করে পানি তৈরি করে। মূল বিক্রিয়া এটা। এসিডের ধর্মের কারণে এসিড H+ এবং ক্ষারের ধর্মের কারণে ক্ষার দ্রবণে OH- দান করে। এই অ্যায়ন দুটি পরস্পরের মধ্যে বিক্রিয়া করে পানি তৈরি করে। এক্ষেত্রে যে লবণ তৈরি হয়, তা মূলত আয়নিত অবস্থায় থাকে, অর্থাৎ আয়ণ আকারে অবস্থান করে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ