তিলটি বাম হাতের একদম নিচের দিকে। ডান পাশে। 
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

বাম হাতের তালুতে কাল কুঁচকুচে একটা তিল হয়েছে এটা কোন ভাল বা খারাপের লক্ষন নয়। প্রত্যেকের মানুষের শরীরেই কোথাও না কোথাও কম বেশি তিল লক্ষ্য করা যায়। দেহের বিভিন্ন স্থানে তিলের উপস্থিতিকে জ্যোতিষ শাস্ত্র মানুষের ভাগ্যের ভালো-মন্দের পূর্বাভাস হিসাবে ব্যাখ্যা করে থাকেন। আসলে এই বিশ্বাস কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। কুসংস্কার গুলো হচ্ছেঃ পুরুষের শরীরে ডান দিকে এবং নারীদের শরীরে বাঁ দিকে তিল থাকা শুভ। ডান কাঁধে তিল থাকলে সেই ব্যক্তি দৃঢ়চেতা। আবার যাদের বাঁ কাঁধে তিল থাকে তারা অল্পেই রেগে যান। যার হাতে তিল থাকে তারা চালাক-চতুর হন। ডান হাতে তিল থাকলে, তারা শক্তিশালী হন। আবার ডান হাতের পিছনে তিল থাকলে তারা ধনী হয়ে থাকেন। বাঁ হাতে তিল থাকলে সেই ব্যক্তি অনেক বেশি টাকা খরচ করেন। আবার বাঁ হাতের পিছনের দিকে তিল থাকলে সেই ব্যক্তি কিপটেও হন। যে ব্যক্তির ডান বাহুতে তিল থাকে তারা প্রতিষ্ঠিত ও বুদ্ধিমান। বাঁ বাহুতে তিল থাকলে ব্যক্তি ঝগড়াটে স্বভাবের হন। ইত্যাদি!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ