সবই ঠিক ছিল, কিন্তু হঠাৎ ফাইলে ঢুকতে গিয়ে দেখি আমার মেমোরি ( Memory not inserted  ) দেখাচ্ছে । এর কারণ এবং সমাধান জানতে চাই। 
Share with your friends
Call

মেমোরি কার্ডটি হয়তো কোনো ভাবে নড়ে গিয়েছিল। তাই মেমোরির লুজ কানেকশনের ফলে এমনটা দেখাচ্ছে। মেমোরি কার্ডটি খুলে পুনরায় প্রবেশ করান।এতে সমস্যার সমাধান হতে পারে।। সবথেকে ভালো হয় যদি মেমোরি কার্ডের স্লটটি অর্থাৎ ঘাট টিতে সামান্য একটু অকটেন বা পেট্রোল দিয়ে পরিষ্কার করে নেন। আশা করি ভালো হবে।

Talk Doctor Online in Bissoy App

এই সমস্যা সমাধানে,

  1. মোবাইল এক-দু বার রিস্টার্ট দিন (কিছু না হলে)
  2. মেমোরি কার্ড মাউন্ট করে 3-4 সেকেন্ড অপেক্ষা করুন। তারপর আবার আনমাউন্ট করে নিন
এত কিছুতেও সমস্যা সমাধান না হলে,
  • মেমোরি কার্ড ফরমেট (format) করে নিন।
Talk Doctor Online in Bissoy App