Call

মূলত Samsung কম্পানির মোবাইল শাওমি থেকে অনেক শক্তিশালী। Samsung সব থেকে জনপ্রিয় মোবাইল কোম্পানি। তাই Samsung এ বেশি পরিমানে ফিচার নিতে চাইলে price বেশি হয়ে যায়।

Talk Doctor Online in Bissoy App
Call

Samsung একটা ব্রান্ডেড কোম্পানী। আমাদের দেশে এর ফোনগুলো তেমন এক্সপেরিয়েন্স না দিতে পারলেও ইউরোপিনা বা অ্যামেরিকান কান্ট্রিগুলোতে এর পারফর্মেন্সের কথা আমরা চিন্তাও করতে পারি না এরকম। আমি নিজেও ব্যবহার করে দেখেছি।  আমি বিগত পাঁচ বছর ইউরোপিয়ান স্যামসাং এর নোট থ্রির ২ জিবি র‍্যাম ব্যবহার করেছি। বর্তমানে হুয়াই এর Y9 এর চেয়ে সত্যিই বেশি ছিল। আর হুয়াই এর ১৬ এমপির চেয়ে স্যামসাং এর ৮ এমপির কোয়ালিটিও ভালো ছিল।  তার পাশাপাশি যদি বলি এদের কাস্টোমার সার্ভিস ভালো। সবকিছুর ডিক্লারেশন শুরুতেই বক্সে দেওয়া থাকে। আপনি খেয়াল করে দেখলে বুঝবেন বেশ কিছু ফোনে ১৬ জিবি রমের ফোনে ১৪.৪৫ জিবি দেওয়া থাকে। যা কখনোই স্যামসাং এ দেখা যায় না।  সবকিছু ডিপলি ভাবলেই বের করতে পারবেন যে দামের কেন এত পার্থক্য। আরো কথা হচ্ছে আপনার হাতে একটা শাওমির হাই কনফিগারড ফোন দেখে কিন্তু মানুষ গরীবের স্যামসাং। কিন্তু আপনি যদি স্যামসাং নেন তাহলে কিন্তু কেউ বলবে না ধনীর শাওমি। এতেই বোঝা যায় কেন দুটির পার্থক্য আকাশ পাতাল। 

Talk Doctor Online in Bissoy App