শেয়ার করুন বন্ধুর সাথে
Call

মহান আল্লাহর বাণী - "بديع السموت والارض" এর উদ্দেশ্য হলোঃ ১. আল্লাহ তায়ালা আসমান ও জমিনের নির্মাতা। এখানে আল্লাহ তায়ালা এ কথাই বুঝাতে চেয়েছেন যে, যিনি আসমান ও জমিনের সৃষ্টিকর্তা। তাঁর কেমন করে সন্তান হবে? তিনি তো এগুলো থেকে অনেক ঊর্ধ্বে রয়েছেন। আর, তিনি তো কোনকিছুর মুখাপেক্ষী নন। ২. পিতা-মাতার মাধ্যমে সন্তান জন্ম দেয়ার পদ্ধতি তো দীর্ঘ মেয়াদী পদ্ধতি। অথচ, আল্লাহ তায়ালা আসমান ও জমিনের মতো বিশাল কিছু সৃষ্টি করতে শুধুমাত্র "كُنْ" তথা, হও বললেই হয়ে যায়। সুতরাং,ইয়াহুদী-খ্রিষ্টানদের ধারণা পুরোপুরিভাবে ভ্রান্ত। তাই, আল্লাহ তায়ালা উক্ত বাক্য দ্বারা এগুলোই বুঝাতে চেয়েছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ