Share with your friends
Call

Xe হলো একটি মৌলের প্রতীক।যার পুরো নাম Xenon(জেনন)।এর পারমাণবিক সংখ্যা ৫৪। Xe এর ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় এর সর্বশেষ শক্তিস্তর প্রয়োজনীয় সংখ্যক ইলেকট্রন দ্বারা পূর্ণ। তাই এটি একটি নিষ্ক্রিয় মৌল।আর নিষ্ক্রিয় মৌলসমূহ ইলেকট্রন আদান প্রদান বা সেয়ারের মাধ্যমে যৌগ গঠনে আগ্রহ প্রকাশ করে না কারণ তাদের শেষ শক্তিস্তর প্রয়োজনীয় সংখ্যক ইলেকট্রন দ্বারা পূর্ণ।এজন্য জেনন (Xe) কোনো যৌগ গঠন করে না বা করতে পারেনা।

Talk Doctor Online in Bissoy App

He এর আয়নিকরণ বিভবের মান 2400kJ/mol হলেও Xe এর আয়নিকরণ বিভবের মান 1170kJ/mol । এ মান অক্সিজেনের আয়নিকরণ বিভব 1176kJ/mol এর প্রায় সমান । আবার Xe এর পারমাণবিক ব্যাস ও অক্সিজেনের আণবিক ব্যাস সমান, 400pm । এজন্য Xe এর পক্ষে যৌগ গঠন সম্ভব । তথ্যসূত্রঃ রসায়ন ১ম পত্র,একাদশ দ্বাদশ শ্রেণি,সঞ্জিত কুমার গুহ স্যার ।

Talk Doctor Online in Bissoy App