আমার প্রচুর সাদা স্রাব ভাঙে । ছোটবেলা থেকেই এই রোগ। এখন আমার ষোল বছর। এখন এই রোগটা অনেক বেশি হয়ে গেছে। যার জন্য আমি অনেক চিকন হয়ে গেছি, খাওয়াতে রূচি নেয়,চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, চোখ নিচে চলে গেছে, কিছু মনে থাকে না। এই সমস্যার জন্য ঢাকার একজন বড় গাইনি ডাক্তার দেখালাম কিন্তু কোনো কাজ হচ্ছে না। দেখা যাচ্ছে আমি যেই ঔষধ ই খাই না কেন 2-3 দিন কাজ করে তারপর আর কাজ করে না। অনেক গাছগাছালির ঔষধ ও খেলাম কিন্তু সেই এক ই ব্যাপার। ডাক্তার এর কথা মতো পরিষ্কার থাকা সহ সব ধরনের নিয়ম মেনে চলি। অথচ কোনো ফলাফল পাইনা।এখন কি করব কিছুই বুঝতে পারছি না। প্লিজ একজন অভিজ্ঞ লোক বলে দিন আমি এখন কি করব।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ভালো ডাক্তারের পরামর্শে ঔষধ খান।আর আল্লাহর কাছে দোয়া করেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ