আমার বয়স ২১। গত ছয় মাস যাবৎ আমি ছত্রাকজনিত চর্মরোগে ভুগছি। যৌনাঙ্গের পুরো অঞ্চলজুড়ে প্রথমে ঘামাচির মত কিছু বের হয়ে পরে খুকশীর মত হয়ে যায় এবং প্রচণ্ড চুলকায়। আমি হোমিও ডাক্তারের কাছে সিদ্ধ মলম, ফার্মেসি থেকে ফানজিডাল এইচসি ক্রিম, ট্যাবলেট ফেক্সো, ক্যাপ. ওমাস্টিন ইত্যাদি ব্যবহার করেছি। প্রতি ক্ষেত্রেই আরাম হয় কিন্তু পুরোপুরি ভালো হয় না। এখন আমি কি করতে পারি?
শেয়ার করুন বন্ধুর সাথে

প্রতিদিনের ব্যাবহৃত আন্ডারওয়ার ধৌত করে রাখবেন। রাতে ঘুমানোর সময়  লুংগি ব্যাবহার করাই ভাল। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Pevison ব্যবহার করুন Alset Or Alat ট্যবলেট রাতে খাবেন। তবে alset খাওয়াই ভাল হবে।যখন গোসল দিবেন একটু গরম পানি দিয়ে জায়গা টা ধুবেন।আপনার যদি Lrg রোগ টা থাকে তাহলে ভাল হতে সময় লাগতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
sharma

Call

আপনি গ্যাগোজিমা মলমটি ব্যবহার করুন। আমি নিশ্চিত হয়ে বলছি এটা চর্মরোগের জন্য ভীষণ কার্য কারী। আশাকরি ভালো হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ