আমার ওয়েবসাইট http://starwap25.com এ একটা সাবডোমেইন নিতে চাই।।ওয়াপকাতে সাবডোমেইন এড করছি তাও হচ্ছে না।
Share with your friends

Starwap25.com সাবডোমেইন নয়। সাবডোমেইন হলো starwap25.WordPress.com বা starwap25.blogger.com . আপনি যে ডোমেইনের কথা বলেছেন। তা ফ্রী পাওয়া যাবে না। এটি পেইড ডোমেইন। এটি যে কোন ডোমেইন ডোমেইন কোম্পানি থেকে আপনাকে কিনে নিতে হবে। 

আর আপনি freenom থেকে .tk, .ga, .cf এসকল ডোমেইন নিতে পারবেন। এর জন্য আপনাকে freenom.com এ যেতে হবে। তারপর রেজিষ্টার নিউ ডোমেইন ক্লিক করে, আপনি যে ডোমেইন নিতে চান সে ডোমেইন উপলভ্য কি না তা পরিক্ষা করুন। যদি তা উপলভ্য থাকে তাহলে তাতে ক্লিক করুন। কত দিনের জন্য নিতে চান তা সিলেক্ট করুন। সর্বোচ্চ ১ বছরের জন্য ফ্রী নিতে পারবেন। এর কমও নিতে পারেন, কিন্তু বেশী দিলে তার জন্য আপনাকে তাদেরকে টাকা দিতে হবে। তারপর singup করা থাকলে লগইন করুন, আর singup করা না থাকলে singup করে লগইন করুন। আবার ফেসবুক বা গুগল প্লাসের সাহায্যেও লগইন করতে পারবেন। সকলকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি আপনার ডোমেইন ব্যাবহার করতে পারবেন। না বুঝলে কমেন্ট করতে পারেন।

Talk Doctor Online in Bissoy App