আমার স্ত্রীর সাধারণত মাসের ২ অথবা ৩ তারিখে মাসিক হয়। কিন্ত এই মাসে আমার স্ত্রীর এখনো মাসিক হচ্ছে না!  (আজকে ৮ তারিখ)। আমি এই মাসের ২ তারিখ সহবাস করেছি ( কন্ডম ব্যবহার করে) এবং ৩ তারিখ কন্ডম ছাড়া করেছি। (অবশ্য আমি এখন বাচ্চা নিতে চাচ্ছি না)।

এখন সে কি প্রেগনেন্ট?


শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call

কনডম ব্যবহার করে মিলন করলে প্রেগন্যান্ট

হওয়ার সম্ভবনা থাকে না। 

আপনার বর্ণনা অনুসারে আপনার স্ত্রী প্রেগন্যান্ট নয়।

নিদিষ্ট সময় থেকেও কয়েক দিন অতিবাহিত হওয়ার

পরে মাসিক হচ্ছে না..? 

এটা নিয়ে এই মূর্হতেই  দুশ্চিন্তার করার কোনো প্রয়োজন নেই।

নারীরের সব সময়েই নির্দিষ্ট সময়ে মাসিক হয় না,

হরমোনের কারণে,  বিভিন্ন ধরনের পিল/ওষুধ

সেবন করার ফলে মাসিকের তারিখ কয়েক দিন

পিছিয়ে যেতে পারে। 

তাই এখনই দুশ্চিতা না করে আরোও কিছুদিন দেখুন।

অপেক্ষা করে দেখুন কিছু দিনের মধ্য হয় কি না..? 


যদি মাসিকের সময় হতে দ্বিগুন সময় অতিক্রম হয়ে যায়

তাহলে যথা দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ