ধরুন কোনো মেয়ের মাসিক 12 তারিখ হয় 7 দিন পরযন্ত, তবে ওই 7দিনকে সেইফ সময় বলা যাবে ? একটু বিস্তারিত আলোচনা করবেন প্লিজ্ ? আর আনসেইফ সময় কোনটি ?


শেয়ার করুন বন্ধুর সাথে

হ্যাঁ, এই সময়কে সেফ পিরিয়ড বলা

হবে। সেফ পিরিয়ড হল মাসিকের সাতদিন

আগ থেকে নিয়ে সাতদিন পর পর্যন্ত।

এই সময়ে সাধারণত গর্ভ সঞ্চার হয় না।

আর আনসেফ বা রিস্ক পিরিয়ড হল 

মাসিক শেষ হওয়ার সাতদিন পর থেকে

নিয়ে আবার শুরু হওয়ার সাতদিন আগ

পর্যন্ত। এ সময়ে গর্ভ ধারণের সম্ভাবনা বেশি। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Junait

Call

মাসিক শুরুর ১ম দিন থেকে  দিনটিই হলো

 প্রথম নিরাপদ দিন।

.

মাসিক শুরুর পর ১ম দিন থেকে ৭ম দিন পর্যন্ত বা মাসিক

শুরু হওয়ার পর প্রথম ৭ দিন আর পরবর্তী মাসিক

 শুরুর আগের ৭ দিন বা মাসিক এর পূর্ববর্তী ৭ দিন

 অবাধ সঙ্গম/মিলন নিরাপদ। মানে, এই সময় মিলন

 করলে সন্তান গর্ভে আসার সম্ভাবনা নাই। গর্ভবতী হবে না।

মাঝের দিন গুলোতে মিলনের জন্য গর্ভধারণ হওয়ার

 সম্ভাবনা আছে।

জেনে রাখা ভালো অনিয়মিতভাবে মাসিক হবার ক্ষেত্রে

 এ পদ্ধতি কার্যকর নয়। 

মাসিক চলাকালীন সময়ে মিলন করা হারাম/স্বাস্থ্যর জন্য

ক্ষতিকর।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ