আমার ক্যানন ২৭৭২ প্রিন্টার টি ড্রাম করা হয়েছিল। কিন্তু এখন প্রিন্টার টিতে ঠিকমত প্রিন্ট হচ্ছে না। নীল কালির কোনো ছবি প্রিন্ট দিলে আসতেছে গোলাপি কালি।এদানিং আবার প্রিন্ট করতে দিলে পুরো পেজ খালি আসতেছে, লেখা কিছুই বুঝা যাচ্ছে না। ড্রামে ফুল কালি থাকা সও্বেও এসমস্যা গুলো হচ্ছে। এখন আমি চাচ্ছি যে নতুন কার্টিজ কিনে লাগাতে যেগুলোর দাম বেশি। এখন আমি কি আমার ড্রাম করা প্রিন্টারে কার্টিজ কিনে লাগিয়ে ব্যবহার করতে পারবো?? যদি পারি তাহলে নতুন কার্টিজ কিভাবে ড্রাম করা প্রিন্টারে লাগাতে হয় সেই প্রসেস টা কি?? একটু বিস্তারিত বলবেন।
শেয়ার করুন বন্ধুর সাথে