Share with your friends
Call

অন্যান্য মোবাইল ফোনের ক্ষেত্রে পিসি সুইট বা এই ধরনের কিছু সফটওয়্যার থাকে। কিন্তু অ্যান্ড্রয়েড ফোনে এরকম কিছুই লাগেনা। আপনি বেশ কয়েকটি উপায়ে করে ফেলতে পারেন ইন্টারনেট শেয়ারিং আপনার পিসির সাথে। এজন্য আপনি বেছে নিতে পারেন ডাটা কেবল, ব্লু-টুথ, ওয়াইফাই এসব। সাধারনত ডেস্কটপে কোন ব্লু-টুথ থাকে না। এটাই হল সমস্যা কিন্তু চিন্তার কারন নেই। আপনি পাচ্ছেন ডাটা কেবল সুবিধা। এজন্য ফলো করুন নিচের পদ্ধতি। প্রথম ষ্টেপঃ আপনি আপনার ফোনের অরিজিনাল ডাটা ক্যাবল পিসির সাথে এবং ফোনের সাথে যুক্ত করুন। ইউএসবি টার্ন অন আসবে, ব্যাক বাটনে চেপে একে অফ রাখুন। কারন এই ফোন একই সাথে ডাটা ষ্টোরেজ এবং ইন্টারনেট শেয়ারিং করে না। দ্বিতীয় ষ্টেপঃ এবার ফোনের হোম বাটন চাপুন, মেনু থেকে সেটিংস এ যান। ওয়ারলেস এন্ড নেটওয়ার্কস এর নিচে মোর… চাপুন। তৃতীয় ষ্টেপঃ টিথারিং এন্ড পোর্টাবল হটস্পট নামের অপশন টি চাপুন। চতুর্থ ষ্টেপঃ এই সেকশনে আপনি পাবেন ইউএসবি টিথারিং। এই ইউএসবি টিথারিং এর চেকবক্সে টিক দিয়ে বের হয়ে আসুন। আর দেখুন আপনার পিসিটি নিজে নিজেই ইন্টারনেট পেয়ে গেছে। খুব-ই সহজ একটি পদ্ধতি। তবে অনেকেই ব্লু-টুথ দিয়েও এই পিসির সাথে যুক্ত থাকতে পারেন। ল্যাপটপ এ ওয়াইপাই আছে তাই সেখানে ইচ্ছে করলেই হটস্পট সুবিধা নিতে পারেন। ওয়াইপাই কিংবা ব্লু-টুথ দিয়ে একই ভাবে শুধু মাত্র চতুর্থ ষ্টেপে গিয়ে সেট আপ ওয়াইফাই হটস্পুট সিলেক্ট করে আপনি এই সুবিধা নিতে পারেন। তবে আমি ইউএসবি ব্যবহারের পক্ষপাতি। কারন আপানার ফোন চার্জের দরকার হয়। তাই আপনি চার্জ দেয়ার সাথে সাথে পিসিতে নেট চালাবার সুবিধাও নিতে পারেন। সুত্র:-কিভাবে, এর একটি পোস্ট।

Talk Doctor Online in Bissoy App

এ্যানড্রোয়েড মোবাইল কে মডেম বানিয়ে পিসি থেকে ইন্টারনেট ব্যবহার করার পদ্ধতি। 1. USB Debugging Mode অন করুন। USB Debugging Mode অন করতে নিচের কমান্ডটি অনুসরন করুন। Home/App drawer>Settings>Applications>Development> USB Debugging (Select) [USB Debugging এর ফাকা বক্সে টিক চিহ্ন দিয়ে সেলেক্ট করুন।] 2. মোবাইলের ডাটা কানকশন অরথাত সেটের নেট কানেকশন অন করুন (যদি ডুয়েল সিমের সেট হয় তবে যে সিমে নেটি এ্যাকটিভ করা সেই সিম দিয়ে নেট কানেক্ট করবেন) মোবাইলের নেট কানকশন অন করতে নিচের কমান্ডটি অনুসরন করুন Home/App drawer>Settings>SIM Management>Data Connection>Select SIM [যদি ডুয়েল সিমের সেট হয় তবে যে সিমে নেটি এ্যাকটিভ করা সেই সিম দিয়ে নেট কানেক্ট করবেন।] 3. আপনার ডিভাইসকে ডাটা ক্যবলের মাধ্যমে পিসির সাথে কানেক্ট করুন। 4. USB Tethering অন করুন, অন করতে নিচের কমান্ড প্রয়োগ করুন। Home/App drawer>Settings>Wireless & Networks>Tethering & portable hotspot>USB tethering (Select) [USB tethering এর ফাকা বক্সে টিক চিহ্ন দিয়ে সেলেক্ট করুন। 5. কিছুক্ষন অপেক্ষা করুন (30 সে.) আপনার পিসি এখন নেট ব্যবহারের জন্য প্রস্তুত। আপনি এখন নেট ব্যবহার করতে পারবেন আপনার পিসি থেকেই। [যারা PD-Proxy ব্যবহার করেন তারাও এভাবে পিসি থেকে নেট ব্যবহার করতে পারবেন।]

Talk Doctor Online in Bissoy App