TarikAziz

Call

সারাদিন গুতাগুতি করে ফোনের চার্জ শেষ। তখন একটা মাঝারি সাইজের বিশেষ প্লেটের উপর কিংবা কাছাকাছি ফোনটা ফেলে রাখলেন। আর চার্জ হতে থাকল একা একাই! কোন মাইক্রো ইউ.এস.বি. এর প্যাঁচাল নাই, এডাপ্টার এর ঝামেলা নাই.. জোস না? এটাই Wireless Charging!


প্রথম প্রথম শুনলে মনে হতে পারে এইটা তো ভয়াবহ রকমের মডার্ন স্পেইস এজ টেকনোলজি!  কিন্তু, জিনিসটার কনসেপ্ট আসলে অনেকে বেশিই সহজ..  ইন ফ্যাক্ট, আরো শ’খানেক বছর আগেই এই জিনিস রেডি ছিল! 

আজকে এই Wireless Charging এর কিছু বেসিক কনসেপ্টগুলো আলোচনা করব। মানে এর ইতিহাস,  কিভাবে কাজ করে, ভাল-মন্দ এইসব আর কি..


Wireless Charging বুঝতে হলে সবার আগেই যেই জিনিসটা সম্পর্কে ধারনা লাগবে, তা হল Electromagnetism বা তড়িৎ চৌম্বকত্ব…ক্লাস ৯-১০ এই এগুলা পড়ে আসছেন.. আবার একটু হালকা রিভাইজ দেন আজকে :p


ইতিহাসঃ


১৮২০ সালে জার্মান বিজ্ঞানী Hans Christian Ørsted (জানি কেউ চিনবেন না :3) দেখলেন যে, কোন একটা তারের ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহের সময় সেটার কাছে কোন কম্পাস আনা হলে, কম্পাসের কাঁটা পাগলামো স্টার্ট করে। তিনি এই সিদ্ধান্তে আসলেন যে, পরিবাহীর ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহের সময় তার আশেপাশে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এটা নাম দেওয়া হল Electromagnet.


১০ বছর পর বিজ্ঞানী Michael Faraday (সবাই চিনছেন :D)  এই electromagnet নিয়ে ঘাঁটাঘাঁটি  করতে যেয়ে দেখলেন, যদি সেই বিদ্যুৎ পরিবাহী তারটিকে সোজা না রেখে কোন লোহার দন্ড বা Core কে কেন্দ্র করে কয়েলের মত পেচিয়ে রাখা হয়, তাহলে বিদ্যুৎ প্রবাহের ফলে সৃষ্ট চৌম্বকক্ষেত্র আরো শক্তিশালী হয়ে যায় B|

তিনি আরও চিন্তা করলেন যে, যেহেতু বিদ্যুৎ প্রবাহ থেকে চৌম্বক শক্তি পাওয়া যাচ্ছে, তাইলে চৌম্বক শক্তি থেকে উল্টা বিদ্যুৎ প্রবাহ পাওয়া যাইতেও পারে 

পরীক্ষা করে দেখলেন, বিদ্যুৎ পরিবহনরত কোনো পরিবাহী কয়েলের মাধ্যমে সৃষ্ট চৌম্বকক্ষেত্রের মধ্যে, অন্য একটা কয়েল প্রবেশ করালে সেই দ্বিতীয় কয়েলের মধ্যেও বিদ্যুৎ প্রবাহ চালু হয় সারছে!!.. 


এক্কেরে সহজ কথায়…


A কয়েলের মধ্যে বিদ্যুৎ চলে তাই,  1 কয়েলের আশেপাশে চৌম্বকক্ষেত্র থাকে।

এখন, 2 কয়েলকে যদি 1 কয়েলের চৌম্বকক্ষেত্রের আওতায় আনা হয়, তাহলে 2 কয়েলেও বিদ্যুৎ প্রবাহ শুরু হবে।

এই হইল গিয়ে Wireless Charging এর মূল থিওরি।

এই একই কন্সেপ্ট ইউজ করে বর্তমানে বিভিন্ন ইলেক্ট্রনিক ডিভাইসে তারের সংযোগ ছাড়াই বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

যেমনে চলেঃ


মূলত লাগে হল একটা বিশেষ চার্জিং প্লেট যেটা আপনার ওয়াল সকেটের সাথে লাগানো থাকবে।  ধরেন, এই প্লেটের মধ্যে থাকবে একটু আগে বলা 1 কয়েল।

এখন, Wireless charging সাপোর্ট করে, অর্থাৎ, সেই 2 কয়েল সহ এমন কোন ডিভাইসকে যদি প্লেটটির উপর বা আশেপাশে রাখা হয়, তাহলে সেটায় চার্জ হতে থাকবে। আর কিছুই না!


এভাবে বিদ্যুৎ পরিবহনের নাম হল Induction.

তাই Wireless Charging এর অন্য নাম হল Inductive Charging.


Induction এর প্রপার utilization এর জন্য একমুখী প্রবাহের (DC) পরিবর্তে দ্বিমুখী প্রবাহ (AC) দরকার হয়। এ কারনে wireless charging প্লেটে ব্যাটারির পরিবর্তে সাধারন বিদ্যুৎ সংযোগ ব্যবহৃত হয়। কেন হয়, তা বুঝাইতে গেলে magnetism নিয়ে পেচাইতে হবে, সো ওই দিকে আজকে না যাই 


ভয় লাগে?


এই ভয় আপনার মনে জাগতেই পারে, যে আপনার আশপাশ দিয়ে এতসব ইলেক্ট্রোম্যাগনেটিক ভুগিচুগি জিনিশপাতি যাওয়া আসা করলে


আপনার কোন সমস্যা হবে কি না

আপনার অন্যান্য যন্ত্রপাতিতে ঝামেলা হবে কি না

দুইটারই উত্তর “না”

প্রথমত, আপনার শরীরের ভিতর দিয়ে এই মুহুর্তে যে কত রকমের অগণিত ওয়েভ যাচ্ছে, তা জানলে আপনি আর এই সামান্য ম্যাগনেটিক ওয়েভ গোনায় ধরবেন না। :v

দ্বিতীয়ত, আমাদের বাসাবাড়ির যাবতীয় ইলেক্ট্রনিক যন্ত্রপাতিতে যে ফ্রিকোয়েন্সি বা কম্পাংকের ইলেক্ট্রোম্যাগনেট থাকে, তার সাথে আপনার Wirless Charger এর কম্পাংক মিলে যাবার সম্ভাবনা নেই বললেই চলে। তাই কোন সমস্যা হবে না। যেমন, একটা Wi-Fi router এর ইলেক্ট্রোম্যাগনেটিক  ফ্রিকোয়েন্সি 2.4 Ghz, আর wireless charger এর সেখানে 10 Hz এর ও কম :3

তাই, ভয়ের কোন কারণ নাই!



Galaxy S6 Qi Charger | Credit: AndroidCentral

Wireless Charging অনেক পুরানো আইডিয়া হলেও, পাবলিক লেভেলে এর ইউজ একেবারেই নতুন। মূলত, ইলেক্ট্রিক টুথব্রাশ, আর্টিফিশিয়াল হার্ট এগুলাতেই এই প্রযুক্তি লাগানো হত এতদিন। গত কয়েক বছরে আস্তে আস্তে মোবাইলে ফোনের চার্জিং এর জন্য এই প্রযুক্তি চালু হচ্ছে। এখনও খুব বেশি ফোনে এই সুবিধা দেওয়া হয়নি।

HTC Droid DNA, HTC Droid Incredible 4G LTE, HTC Droid Incredible 2, HTC Rezound, LG G3, LG G3 Prime, LG G3 Cat 6, LG G4, LG Optimus G Pro 2, LG Optimus G Pro, LG Spectrum, LG Optimus, LG Lucid 2, Google Nexus 4, Google Nexus 5, Google Nexus 6, Motorola Droid Maxx, Motorola Ultra 

 ইত্যাদিতে দেওয়া হয়েছে।

Talk Doctor Online in Bissoy App