Call

সবার প্রথমে আপনার যে ব্যাপারটি মাথায় রাখতে হবে তা হল, টাকা খরচ করে আপনি কখনও শিল্পী হতে পারবেন না। আপনাকে শিল্পী হতে হবে মন থেকে, হৃদয় থেকে। একবার একটা কথা শুনেছিলাম:

যে লোক কোন কাজে শুধু হাত ব্যাবহার করে, তাকে কর্মী বলে।
যে লোক কোন কাজে হাত এবং মাথা ব্যাবহার করে, তাকে কারিগর বলে।
আর যে লোক কোন কাজে হাত, মাথা এবং হৃদয় ব্যাবহার করে, তাকে শিল্পী বলে।

লিওনার্দো দা ভিঞ্চি, পাবলো পিকাসো বা আমাদের দেশের চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিন, কেউই কিন্তু টাকা দিয়ে শিল্পী হননি। তারা ছবি আঁকতেন নেশা থেকে। আপনাকে তেমনি একজন মানুষ হতে হবে। ছবি আঁকার প্রতি তীব্র আগ্রহ থাকতে হবে। নিজের আগ্রহ মেটানোর জন্যই আপনি ছবি আঁকবেন।

ছবি আঁকা একটি টেকনিক। আপনাকে সেই টেকনিক জানতে হবে। এরজন্য আপনি কোন আর্ট স্কুলে ভর্তি হতে পারেন। ছবি আঁকার উপর অনেক বই পাওয়া যায়, সেগুলি পড়তে পারেন। অনলাইনে ছবি আঁকার অনেক টিউটোরিয়াল পাওয়া যায়, সেগুলি দেখতে পারেন। তবে যে কাজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহল প্রাকটিস। আপনাকে প্রতিনিয়ত প্রাকটিস করতে হবে। প্রথম পর্যায়ে সামনে যা পাবেন, তারই ছবি আঁকবেন। নিজেই নিজের ছবি আঁকার জন্য টেকনিক বানাবেন। আর এভাবে চালিয়ে যেতে পারলেই এক সময় আপনি ভাল চিত্রশিল্পী হতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ