শেয়ার করুন বন্ধুর সাথে
Call

কোনো অপরিচিত মেয়েকে আপনার পছন্দ হয়েছে?মেয়েটিকে আপনার ভাললাগার কথা বলতে চান?মনে রাখবেন, কোনো মেয়েকে আপনি এভাবে হঠাত্ প্রেমের প্রস্তাব দিলে সে কখনোই রাজি হবেনা।যদি তার সিট খালিও থাকে। তাহলেএখন আপনি কি করবেন?আমরা যারা বিভিন্ন মেয়েকে প্রপোজ করেছি, তারা জানি যে অধিকাংশ মেয়েরাই বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলে যেমন: আমি বিবাহিত, আমি এংগেজড, আমার বয়ফ্রেন্ড আছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনি চাইলে খুব সহজেই তার কাছ থেকে সঠিক তথ্য গুলো বের করতে পারবেন।সেক্ষেত্রে আপনাকে একটু কৌশলী হতে হবে। প্রথমে আপনার পরিচিত ফ্রেন্ডদের কাছ থেকে মেয়েটির সমন্ধে মোটামুটি ভাবে জেনে নিন। তারপর সুযোগ বুজে কোনো নিরিবিলি জায়গায় তাকে ডাকবেন। তার সাথে আপনার কথোপকথন হবে অনেকটা এরকম:এই যে মিস, আপনার সাথে আমার একটু কথা আছে। দয়া করে একটু শুনুন। এই বলে তাকে একটু সাইডেনিয়ে গিয়ে বলবেন, ” মিস এই জীবনেঅনেক মেয়েকে দেখেছি, আপনার মতো কাউকেই এত ভাল লাগেনি। সৃষ্টিকর্তা আপনাকে এত সুন্দর করে তৈরি করেছেন যে, আমিকখনোই আপনাকে ভুলতে পারবোনা, এই ভেবে আমার ভাললাগার কথা আমিআপনাকে জানানোর সিদ্ধান্ত নেই। কিন্তু যখন জানতে পারলাম যে আপনি বিবাহিত তখন আমি ভীষন লজ্জিত হলাম। আমাকে আপনি মাফ করবেন। আসলে আমি বুঝতে পারিনি যে আপনি বিবাহিত।”এবার দেখুন মেয়েটি কিভাবে প্রতিবাদ করে উঠে।যদি মেয়েটি বিবাহিত না হয়ে থাকে তাহলে সে বলে ঊঠবে, “আমি বিবাহিত এ কথা আপনাকে কে বলেছে? আমার এখন ও বিয়ে হয়নি”এবার দেখলেনতো কিভাবে মেয়েটির মুখে সঠিক কথা বের হয়েগেল।আর মেয়েটির বিয়ে হয়নি মানে আপনার এখন ও সুযোগ আছে। তো এবার আপনার পালা হয়ে যাক!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

প্রপোজ করা প্রেমে পড়ার জন্য বড় বিষয় নয়,আপনার শারীরিক ও মানসিক উৎফুল্লতা বলে দিবে কোন মেয়ে আপনাকে চাইবে,হ্যাঁ আপনি প্রপোজ করতে গোলাপ ফুলের সাথে বাঁধাই করা রংিন খামের চিঠি দিয়ে মনেরভাব প্রকাশ করতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Kosterjibon

Call

ভাল মতে বল্লে যে মেয়েরা সহজে গ্রহন করে তা কিন্তু না, আসলে কাউকে ভালো লাগলেই প্রপোজ করতে হয়? আপনার ভাললাগাটা যদি ভালোবাসা না হয়ে শুধুই ভাললাগা হয়ে থাকে তাহলে প্রপোজ করার কোন মানেই হয় না। কিন্তু ভালোলাগাটা যদি ভালবাসা হয় তবে অবশ্যই সেটা তাকে জানানো উচিৎ। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, ভালোলাগার মানুষটা যেন দুদিন পরেই যন্ত্রনার হয়ে না যায়। নিজের মনের অবস্থা বিচার করে ডিসিশন নিন। সাম্প্রতিককালে কিংবা কিছুদিন আগে যদি আপনি কোন সম্পর্ক ব্রেক আপ করে থাকেন তাহলে নতুন কিছুতে না জড়ানোই ভালো। ভাই,আপনার জন্য শুভ কামনা রইলো।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Call

কোন এক সুন্দর উদ্যান বা পার্কে আপনার প্রেমিকাকে একটি সুন্দর ফুল দিয়ে তাকে প্রোপোজ করতে পারেন। আর মেয়েদেরকে ছেলের প্রেমে পটাতে তার মনের আপনার আত্মবিশ্বাস ও ভালোবাসার গুণাবলি প্রয়োজন হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Naahid

Call

ভাইয়া প্রপোজ করার বিষয়াটা একেকজনের কাছে একেক রকম। তাছাড়া সব মেয়েদের মন-মানসীকতা একই রকম হয় না। তাই একজন যেভাবে প্রপোজ করলে খুশি হয় অন্য জন সেরকম খুশি নাও হতে পারে।  তাই আপপ্নি যদি মেয়েটিকে সত্যি ভালোবাসেন তাহলে তার কাছে নিজেকে তুলে ধরুন একজন ভালো মানুষ হিসেবে শুধু তার কাছেই নয়  সত্যিকারের একজন ভালো মানুষ হয়ে যান।  আর যেদিন বুঝবেন সে আপনাকে একটূ খানি হলেও ভালোবাসতে শুরু করেছে সেদি ন তাকে গিয়ে আপনার মনে যা আসবে সরাসরী বলে দিবেন অবশ্য সাথে একটি গোলাপ ফুল নিতে ভুলবেন না। 

আর যদি সে রাজী নাও হয় তবে তাকে মানানোর নাম করে ইভটিজিং করবেন না প্লিজ। আপনি হয়ত ভাববেন আপনি তাকে মানাচ্ছেন কিন্তু ভাইয়া এসব শুধু সিনেমাতেই হয়। বাস্তবে আপনি যখন তাকে মানাবেন তার কাছে এটা বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে । সেক্ষেত্রে  আপনি তাকে বিভিন্ন সময় সহায়তা করতে পারেনতবে আমি আবারও বলছি দয়া করে  তাকে বিরক্ত করবেন না

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ