শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ভিউট্রাকার (viewtrakr.com) এমন একটি সাইট যেখানে আপনি আপনার টিম অথবা নেটওয়ার্ক তৈরির মাধ্যমে টাকা উপার্জন করতে পারবেন। কারা টিম অথবা নেটওয়ার্ক তৈরি করে ? আমি আপনি যারা এই সাইট এর নিবন্ধনকৃত সদস্য তারাই টিম অথবা নেটওয়ার্ক তৈরি করে। কিভাবে টিম অথবা নেটওয়ার্ক তৈরি করে? আপনি যখন সাইট এ নিবন্ধন করে ড্যাশবোর্ড এ যাবেন, আপনি অনেক ভিডিও লিঙ্ক পাবেন। সেসব ভিডিও দেখা ও বিভিন্ন সোসিয়াল মিডিয়া সাইট এ শেয়ার করার মাধ্যমে আপনি আপনার টিম অথবা নেটওয়ার্ক তৈরি অথবা বর্ধিত করতে পারবেন। এছাড়া আপনি আপনার আশে পাশে যারা আছেন তাদেরকে সম্পূর্ণ বিষয়টি তুলে ধরে তাদের মধ্যে এই সাইট এ রেজিস্ট্রেশান করার আগ্রহ সৃষ্টির মাধ্যমে আপনি আপনার টিম অথবা নেটওয়ার্ক তৈরি করতে পারেন। কিভাবে ভিউট্রাকার অর্থ পরিশোধ করে ? ভিউট্রাকার আপনার টিম এর কর্ম দক্ষতা যাচাই করে আপনাকে প্রতি সপ্তাহে অর্থ প্রদান করবে। ভিউট্রাকার সাধারনত আপনাকে ক্যাশ প্রদান করবেনা। এর পরিবর্তে ভিউট্রাকার আপনাকে বিশ্বের বিখ্যাত ৪০ এর অধিক অনলাইন শপ থেকে কেনাকাটার সুযোগ প্রদান করবে। এসব অনলাইন শপগুলোর মধ্যে amazon.com, apple.com/shop, bestbuy.com সহ আরও অনেক অনলাইন শপ থেকে বিভিন্ন পণ্য খুব সহজে কিনতে পারবেন। এছাড়া প্রতিমাসে আপনার আয় যদি ২০০ ডলার এর বেশি হয় আপনি ভিসা কার্ড এর জন্য আবেদন করতে পারেন। বাংলাদেশ এর ভিসা সমর্থিত যেকোনো এটিএম বুথ থেকে আপনি টাকা তুলতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ