গুগুল এক্উন্টের ফরম পূরণ করব কিভাবে
শেয়ার করুন বন্ধুর সাথে

প্রথমে এই লিংকে https://accounts.google.com/signup যান । তারপর নিচের ধাপগুলো মেনে চলুন=> ১। প্রথম বক্সে আপনার নামের প্রথম অংশ দিন। ২। দিত্বীয় বক্সে আপনার নামের শেষের অংশ দিন ৩। তারপর আপনার ব্যবহারকারীর নাম চয়ন করুন । যেমনঃ [email protected] ৫। তারপর একটি পাসওয়ার্ড তৈরি করুন ৬। আপনার পাসওয়ার্ড নিশ্চিত করুন ৭। জন্মদিন দিন । ৮। লিঙ্গ (নারী/পুরুষ) ৯। তারপর মোবাইল নাম্বার দিন। ১০। তার আপনার বর্তমান ইমেল ঠিকানা দিন(না থাকলে, লাগবনা) ১১। তারপর ক্যাপচা পূরন করুন । অর্থাত্‍, যে সংখ্যা বা অক্ষরগুলো দেখা যাচ্ছে, সেগুলো নিচের বক্সে লিখুন। (ফোন যাচাইকরণের প্রয়োজন হতে পারে) অবস্থানঃ বাংলাদেশ সিলেক্ট করুন। তারপর "আমি Google-এর পরিষেবার শর্তাদি এবং গোপনীয়তা নীতি-র সাথে সম্মত৷" এই লেখার পাশে ছোট ঘরটিতে টিক চিহ্ন দিন । তার "অবিরত রাখুন" বাটনে ক্লিক করুন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ