আমার কাছে সফটওয়্যার ফাইল আছে, এখন সেটা লোড দিবো কীভাবে এটাই জানিনা......
Share with your friends
Call

এ ক্ষেত্রে আপনি আপনার সেটের স্টক রম কিংবা ওয়ারেন্টির চিন্তা না থাকলে কাস্টম রম সেটাপ দিলেই সেট ব্রিকড এর সমস্যা সমাধান হয়ে যাবে। প্রথমে দেখাচ্ছি কিভাবে স্টক বা আপনার সেটের রম ইন্সটল দিয়ে সেট ব্রিকড এর সমাধান করবেন। সেটটি যদি চালু করা যায়ঃ > সাধারণত ব্রিকড হবার পর সেট চালু হয় না। তবে আপনার সেটে যদি সফট ব্রিক হয় তাহলে সেট চালু হবে কিন্তু হয় র‌্যাম কম দেখাবে কিংবা চার্জ কম থাকবে। > এক্ষেত্রে প্রথমে সেটিং অপশনে যান, সেখান থেকে General / Personal ট্যাবে গেলে দেখতে পারবেন Backup & Reset অপশনটি রয়েছে। > Backup & Reset বাটনে ক্লিক করে নতুন মেনু আসবে সেখান থেকে Factory Data Reset বাটনে ক্লিক করলেই সেটটি রিসেট হওয়া শুরু করবে। সেট যদি চালু না করা যায় তাহলে ঃ > সেটটি বন্ধ থাকা অবস্থায় আপনার সেটের ভলিয়ম ডাউন বাটন এবং পাওয়ার বাটন দুটো একসাথে চেপে ধরে রাখুন কিছুক্ষণের জন্য। এখন যেই মেনু আসবে তাই হলো আপনার সেটের রিকোভারী মেনু। সেটটি বন্ধ থাকা অবস্থায় আপনার সেটের ভলিয়ম ডাউন বাটন এবং পাওয়ার বাটন দুটো একসাথে চেপে ধরে রাখুন কিছুক্ষণের জন্য। > এবার সেখান থেকে Wipe Data / Factory Reset অপশনে ক্লিক করুন। > তার পর Yes বাটনে ক্লিক করলেই সেটটি নিজে নিজেই ফ্যাক্টরি রিসেট হবে। এবং আশা করি এতে সেটটি আবারো ব্যবহার যোগ্য হয়ে উঠবে। ফ্ল্যাশ হচ্ছে এতে যদি ব্রিকড সমস্যা সমাধান না হয় তাহলে আপনাকে পিসি দিয়ে মেনুয়্যালি রম রিস্টোর বা কাস্টম রম সেটআপ দিতে হবে।

Talk Doctor Online in Bissoy App