শেয়ার করুন বন্ধুর সাথে
avir

Call

যেভাবে কাজ করে : সধারণত, নারীরা গর্ভবতী হয় যখন তাদের ওভারি থেকে ওভাম নিঃসৃত হয় এবং তা পুরুষের শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়। এই নিষিক্ত ওভাম গিয়ে জরায়ুতে লেগে থাকে। এখান থেকে সে সকল পুষ্টি গ্রহণ করে এবং দেহ গঠন করে। নারীর শরীরের হরমোন ওভাম নিঃসরণ নিয়ন্ত্রণ করে এবং শরীরকে নিষিক্ত ওভাম ধারনের জন্য সহায়ক করে তোলে। গর্ভনিরোধক বড়ি সমূহে খুব সূক্ষ্ম পরিমাণে বাহ্যিকভাবে তৈরি ইস্ট্রজেন এবং প্রজেন্তিন হরমোন থাকে। ইস্ট্রজেন জরায়ু থেকে ওভাম নিঃসরণ বন্ধ করে। আবার ইস্ট্রজেন এবং প্রজেন্তিন হরমোন উভয়ই সার্ভিকাল মিউকাস মতা করে দেয়। ফলে শুক্রাণু সমুহের ওভাম খুঁজে পেতে সমস্যা হয়। এছাড়া এটি জরায়ুতে আস্তরণ সৃষ্টি করে ফলে ওভাম রোপণ হতে পারেনা। সুবিধা সমুহ : - ৯৯% জন্ম নিয়ন্ত্রণ করা যায়। - অকাল গর্ভধারণ থেকে মুক্তি। - পরিবারের সদস্য সংখ্যা নিয়ন্ত্রণ। - জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণ। - ক্যান্সার প্রতিরোধ করে, যেমন- ওভারিয়ান, এন্ডমেট্রিয়াল। - জন্ম নিয়ন্ত্রণ বড়ি মাসিক রক্তপাত কমাতে ব্যবহার করা যেতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ