শেয়ার করুন বন্ধুর সাথে
Call

লম্বা লেজ বিশিষ্ট এই প্রাণীটি আমাদের ঘরের অন্যান্য পোকামাকড় খেয়ে উপকার করলেও আমরা কেউই এই প্রাণীটিকে আমাদের ঘরে রাখতে রাজি নই। টিকটিকির (lizard) ঘরময় রাজত্ব কেবল ভয়ানক ব্যাপারই নয় বরং খাদ্যদ্রব্যতে এই বিষাক্ত প্রাণীটি পড়লে আমাদের স্বাস্থ্য হানিসহ চরম অসুস্থতার কারণও ঘটতে পারে।

বাজারে এই টিকটিকি মারার বিভিন্ন উপকরণ ও বিষ পাওয়া গেলেও বাড়ি পোষা প্রাণী ও বাচ্চাদের জন্য আমরা এইসব পদ্ধতিগুলো যতোটা পারা যায় এড়িয়ে চলি।

  • ন্যাপথোলিন বল(naphthalene balls):আপনার ঘরে টিকটিকির উৎপাত কমাতে ন্যাপথোলিন বল ব্যবহার করুন। ঘরের বিভিন্ন জায়গাতে ন্যাপথোলিন বল রেখে দিন। দেখবেন টিকটিকির উৎপাত কমে যাচ্ছে।
  • কফি পাউডার(coffee powder):কফি পাউডার ও টোব্যাকো পাউডার এক সাথে মিশিয়ে একটি মিকচার বানান। এবার এই মিকচার আপনার ঘরের টিকটিকি বহুল জায়গাগুলোতে রেখে দিন। টিকটিকি এগুলো খেয়ে মারা যাবে।
  • ময়ূর পালক (peacock feathers):টিকটিকি ময়ূরের পাখনা দেখে ভয় পায়। তাই ঘর থেকে টিকটিকি দূর করতে ঘরের দেয়ালে ময়ূরের পালক ঝুলিয়ে রাখুন।
  • বরফ জল (ice-cold water):একটি স্প্রে বোতলে বরফ জল নিয়ে টিকটিকির গায়ে স্প্রে করুন। এতে টিকটিকির শরীরের তাপমাত্রা কমে যাওয়ায় এটি নড়াচড়া করতে পারবেনা আর এই সুযোগে টিকটিকি ধরে ঘরের বাইরে ফেলে দিন।
  • রসুন(garlic):একটি স্প্রে বোতলে পূর্ণ করে পেঁয়াজ রস ভরে সাথে কয়েক ফোঁটা রসুনের রস মিশিয়ে ঘরে স্প্রে করুন। টিকটিকি পালিয়ে যাবে।
  • ডিমের খোসা(egg shells): টিকটিকে বোকা বানিয়ে ঘর থেকে তাড়াতে ডিমের খোসার জুড়ি নেই। ঘরের বেশ কিছু জায়গাতে ডিমের খোসা রেখে দেখুন, টিকটিকি এগুলোকে অন্য কোন প্রাণী ভেবে ঘর ছেড়ে পালাবে।

যারা টিকটিকির যন্ত্রনায় হয়রান কিন্তু তাদের তাড়ানোর উপায় খুঁজে পাচ্ছেন না তারা উপরের পদ্ধতিগুলো প্রয়োগ করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

প্রতিদিন মারতে থাকুন তাহলে টিকটিকিও মরবে আবার সওয়াবও পাবেন|

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ