Call

আমাদের হাতে প্রচুর পরিমাণে রোগ জীবাণু, ধুলো-ময়লা লেগে থাকে - যা খালি চোখে দেখা যায় না। খাওয়ার আগে সাবান দিয়ে হাতনা ধুলে ওইগুলি আমাদের অজান্তেই খাবারের সাথে শরীরে প্রবেশ করে নানান রোগের কারণ ঘটায়। একই রকম ভাবে শোচের পরে সাবান দিয়ে হাত না ধুলে মলের মধ্যে থাকা রোগ জীবাণু অথবা জলশোচের পর মাটিতে হাত ঘষলে কৃমি বা কৃমির ডিম আমাদের হাতে, বিশেষত নখের মধ্যে বাসা বাধে। পরে তা খাবারের সঙ্গে আমাদের শরীরে ঢোকে। তাই খাওয়ার আগে এবং শেীচের পরে সাবান দিয়ে হাত ধোওয়া অবশ্যই প্রয়োজন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ