শেয়ার করুন বন্ধুর সাথে
RushaIslam

Call

এটি ব্যবহারের আগে চুলে শ্যাম্পু করে নিবেন এবং চুলকে পুরোপুরিভাবে শুষ্ক করে নিবেন।তারপর চুল আঁচড়িয়ে নিবেন।। স্ট্রেইটনার মেশিনটি ২/৩মিনিট ধরে প্লাগে লাগিয়ে রাখুন যাতে কিছুটা হিট হতে পারে।খেয়াল রাখবেন যেন মাথার তালুতে না লেগে যায়। । সামনের চুল ছোট করে কাটা থাকলে সেগুলোকে ক্লিপ দিয়ে পেছনে উলটে আটকিয়ে রাখুন। স্ট্রেইটনার ভালো করে গরম করে নিন। ছোট ছোট গোছা নিয়ে স্ট্রেইটনারের একটি প্লেটে ধীরে ধীরে পেচিয়ে নিন। খেয়াল রাখুন যেন চুলের গোছার ভেতরের অংশটি স্ট্রেইটনারের প্লেটে লেগে থাকে। পুরো গোছা পেচানো হয়ে গেলে স্ট্রেইটনারের দুই প্লেট জোড়া লাগিয়ে চেপে ধরে রাখুন কিছুক্ষণ।এরপর স্ট্রেইটনারের প্লেট জোড়া লাগানো অবস্থাতেই পুরো গোছা টেনে বের করে আনুন। খেয়াল রাখুন যেন পুরো চুলেই স্ট্রেইটনারের হিটটা লাগে। এই কাজটি যত ধীরে করতে পারবেন আপনার চুল তত সুন্দরভাবে স্ট্রেইট হয়ে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ