শেয়ার করুন বন্ধুর সাথে
Call

মুক্তাদিগণ ঈদের নামাযের নিয়ত করে তাকবীর বলে ইমামের সাথে তাহরীমা বাধবে। ইমাম সাহেব সানা পড়ে উচ্চস্বরে ৩ বার তাকবীর বলবেন। প্রত্যেকবার তাকবীরের সময় সকলেই হাত কর্ণমূল পর্যন্ত উঠাবে এবং হাত নামিয়ে নীচে ছেড়ে দিবে। তৃতীয়বারে হাত বেধে যথারীতি সুরা ফাতিহা ও অন্য সুরা পাঠ করে রুকু সিজদা করবে। দ্বিতীয় রাকাতের জন্য দাড়িয়ে সুরা কেরাত পড়ার পর পুনরায় পূর্বের মত ৩ তাকবীর বলবে। তারপর ৪র্থ তাকবীর বলে রুকুতে যাইবে এবং সিজদা ইত্যাদি করিয়া নামায শেষ করবে। অতঃপর ইমাম সাহেব দাড়িয়ে জোরে জোরে দুইটি খুতবা পাঠ করবেন। মুক্তাদিগণ চুপ করে শুনবে এবং খুতবা শেষে মোনাজাত করে চলে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ