আমি  আমার ফোনটি রুট করতে চাই , কিন্তু শুনেছি তাতে নাকি কি সমস্যা হতে পারে । কিন্তু আমি ফোন রুট করতে চাই । ভালো কোনো  App দিয়ে নিরাপদ ভাবে রুট করা যাবে কিনা একটু বললে ভালো হতো ।

Phone Brand : Huawei
Model : Y3 

Version : Lollipop

শেয়ার করুন বন্ধুর সাথে
Call

হ্যা আপনি Kingroot বা Kingoroot দিয়ে নিরাপদ ভাবে রুট করতে পারবেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Kawsarsp

Call

আমার মতে রুট না করাটাই ভালো!!!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Waruf

Call

শুধুমাত্র রুট ইউজার হবার জন্য কিংরুট বা ফ্রামারুট এপস দুটি নিরাপদ। wmc. রিকভারি মুডে রুট করা অনিরাপদ। ব্রিক করতে পারে। কারন এক্ষেত্রে স্টক রোমের পরিবর্তন ঘটে। আবার অনেকেই স্টক রোম ব্যবহার করার জন্যই রুট করেন। সেক্ষেত্রেও ক্ষতি হতে পারে। কারন অল্প কিছু নামি ব্রান্ড ফোনের জন্য স্টক রোম মডিফাই করা হয়। অধিকাংশ ফোনের ফার্মওয়ারের সাথে চিপসেট ড্রাইভারের সাথে, বিভিন্ন হার্ডোওয়ার ড্রাইভারের সাথে মেলেনা বলেই ক্ষতি হয়ে যায়। কিন্তু স্টক রোমেই শুধু রুট ইউজার হতে চাইলে তা নিরাপদ যদি আপনি সিস্টেম ফাইল সম্পর্কে বুঝে থাকেন। আর এটুকু আগের ভার্সন গুলো কিংরুট বা ফ্রামারুট দিয়া করা যেত। বর্তমানে বের হওয়া ফোনগুলো রুট হয়না। তো সাধারন রুট ইউজার হতে আপনি রুট করতে ট্রাই করুন। সিস্টেম ফাইল ভুল করে ডিলিট না করলে নিরাপদেই ব্যবহার করতে পারবেন। কিন্তু অন্য উপায় বা রিকভারি মোডে করতে চাইলে আমি নিষেধ করব। ফোন নষ্ট হওয়ার সম্ভাবনা আছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

কাস্টমার কেয়ারে যান। তারা অফিশিয়াল রুট করে দেবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ