শেয়ার করুন বন্ধুর সাথে
Call

খলিফা হযরত উসমান (রাঃ) এর হত্যাকান্ডের পর আরবের সর্বত্র বিশৃঙ্খলা দেখা দেয়, ফলে খিলাফতের পবিত্রতা ও মর্যাদা বিনষ্ট হয়। এ সময় তিনটি দলে উগ্রপন্থীরা বিভক্ত হয়ে স্ব-স্ব দলের মনোনীত ব্যক্তিকে খলিফা পদে বরণ করার জন্য তৎপর হয়ে ওঠে। এরূপ গোলযোগপূর্ণ পরিস্থিতিতে হযরত উসমান (রাঃ)-এর উত্তরাধিকারী তথা পরবর্তী খলিফা নির্বাচন খুবই কঠিন অবস্থার সম্মুখীন হয়। কুফাবাসীরা হযরত জুবায়ের (রাঃ) কে, বসরাবাসীরা হযরত তালহা (রাঃ) কে, এবং মিশরীয়রা ইবনে সাবার নেতৃত্বে হযরত আলী (রাঃ)-কে খলিফা হিসেবে সমর্থন করে। পরিশেষে, হযরত উসমান (রাঃ)-এর হত্যার পঞ্চম দিনে মিশরীয় বিদ্রোহীরা হযরত আলী (রাঃ)-এর নাম প্রস্তাব করেন। কুফা ও বসরার বিদ্রোহীরাও হযরত আলী (রাঃ)-কে সমর্থন জানান, এবং মদিনার প্রভাবশালী নাগরিকগণের অনুরোধে হযরত আলী (রাঃ) খলিফার দায়িত্ব গ্রহণ করতে রাজি হন। এছাড়াও, জনসাধারণও হযরত আলী (রাঃ)-এর হাতে আনুগত্যের শপথ গ্রহণ করেন। এভাবে গণতান্ত্রিক উপায়েই হযরত আলী (রাঃ) ২৩ জুন ৬৫৬ খ্রিষ্টাব্দ ইসলামের চতুর্থ খলিফা হিসেবে নির্বাচিত হন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ