মনে করুন, অামি লাইব্রেরি থেকে একটি বই কিনতে গেছি এবং দোকানদার অামার জন্য ২০% ছাড় দিবে।  এখন এই ২০% ছাড়টা কিভাবে বের করবো? অগ্রিম ধন্যবাদ। 
শেয়ার করুন বন্ধুর সাথে

অাপনার নাম খান সোহাগ।

ধরি, সোহাগ 150 টাকার বই কিনবে ।দোকানদার তাকে 20%ছাড় দেবে। 
সুতরাং,সোহাগকে দিতে হবে =150 - [150 X (20/100)]
=150 - (1.5 X 20)
=150 - 30
=120 টাকা।
অনুরূপভাবে, বইয়ের দাম বসিয়ে হিসাবটি মিলাতে পারবেন।
আশা করি উত্তরটি পেয়েছেন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

সাধারণ বা সায়েন্টিফিক যেকোনো ক্যালকুলেটর এ "%" চিহ্নযুক্ত একটা অপারেটর থাকে। এর সাহায্যে খুব সহজেই আপনি যেকোন সংখ্যার "%" নির্ণয় করতে পারবেন। ক্যালকুলেটর এ আপনাকে টাইপ করতে হবে

(যে সংখ্যার % বের করতে চান) * (কত % বের করতে চান) %=

ধরুন আপনি ২৪০ এর ২৫% বের করতে চান। আপনাকে টাইপ করতে হবে 

২৪০*২৫%=

তাহলেই আপনি ২৪০ এর ২৫% পেয়ে যাবেন। এক্ষেত্রে উত্তর হবে ৬০।

আবার ধরুন, আপনি কোন বই কিনতে গেছেন। বইয়ের প্রদত্ত মুল্য অপেক্ষা আপনাকে ৩০% ছাড় দেয়া হবে। বইয়ে প্রদত্ত মুল্য দেয়া আছে ৩৫০ টাকা। তাহলে আপনাকে কত টাকা দিতে হবে সেটা কিভাবে বের করবেন?

একদম সহজ। আপনাকে ৩৫০ থেকে ৩৫০ এর ৩০% বাদ দিতে হবে

৩৫০-৩৫০*৩০%=

এক্ষেত্রে আপনাকে ২৪৫ টাকা দিতে হবে।

তো আর দেরি কেনো, এখনি মিলিয়ে নিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ক্যালকুলেটর এর মাধ্যমে সবচেয়ে সংক্ষিপ্ত উপায়ে আপনি অংকটি করতে পারবেন । প্রথমে বইটির প্রকৃত মূল্য হিসাব করন । ধরি প্রকৃত মূল ১৫০ টাকা । আপনাকে ছাড় দিবে ২০% । ক্যালকুলেটরে যেভাবে করবেন ১৫০*২০%=৩০ টাকা । সুতরাং ৩০ টাকা ছাড় দিতে হবে । তাহলে বইয়ের মূল্য হবে ১২০ টাকা

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ