আসসালামু আলাইকুম ।



আমি আজ সকালে একটি প্রশ্ন করেছিলাম ........................


এইটা কি গিবত করা হয়েছে ?

আজ সকালে youtube এ একটি ইস্লামিক চ্যানেলের ভিডিও দেখছিলাম , তার ভাষা কেমন জানি , তাই আমি হাসলাম , এইটা কি উপহাস করা হল এবং আমার গিবত হয়েছে নাকি ? 


অনেকে বলেছেন গিবত হয়েছে আবার অনেকে বলেছেন না , কোনটা ঠিক আমি জানি না তবে আমি ক্ষমা পাবো কিভাবে ,


যে youtube চ্যানেলের ভিডিও দেখছিলাম তার কনো ফেসবুক আইডি নাই , চ্যানেলে পেলাম না , কমেন্টে রেস্পস্ন নাই , আমি এখন কিভাবে ক্ষমা পেতে পারি ?

শেয়ার করুন বন্ধুর সাথে

আপনি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করুন, তওবা করুন এবং মনস্থির করুন যে আপনি এই কাজ আর কখনো করবেন না। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

সকালে যেই প্রশ্ন করেছিলেন সেটা গিবত নয়, সেটা হল উপহাস। গিবত হল অন্যের পরনিন্দা করা। কাউকে অবজ্ঞা কিংবা উপহাস করা ইসলামের দৃষ্টিতে ঘোরতর অন্যায়। পবিত্র কোরআন এবং হাদিসে এ ধরনের অপকর্মের পরিণাম সম্পর্কে কঠোরভাবে হুঁশিয়ার করা হয়েছে। এমনভাবে কারও দোষ বর্ণনা করা, যাতে মানুষ তাকে নিয়ে ঠাট্টা-মশকরা হাসা হাসি করে, এতে ওই ব্যক্তির অন্তরে ব্যথা আসে। এ ধরনের কাজ অনেক রকম হতে পারে। যেমন— কারও চলাফেরা, ওঠাবসা, কথাবার্তা, অঙ্গভঙ্গি ইত্যাদি নিয়ে ব্যঙ্গ করা, কারও শারীরিক গঠন ও আকার-আকৃতি নিয়ে কটূক্তি করা, তার কোনো কথা বা কাজের ব্যাপারে ঠাট্টা করা। চোখ, হাত-পা দ্বারা টিকা-টিপ্পনী মারা ইত্যাদি জিনিস অন্তর্ভুক্ত। কাউকে অবজ্ঞা ও উপহাস করার ঘটনা এক মানুষের সঙ্গে অন্য মানুষের সুসম্পর্কে ভাঙন সৃষ্টি করে। সমাজে অশান্তি সৃষ্টি করে। তাই এই কাজ থেকে বিরত থেকে খাটি তাওবা করতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
AalNoman

Call

তাওবা করুন ও আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করুন...

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

বান্দার হক নষ্ট হলে বান্দার কাছ থেকে ক্ষমা নিতে হবে ।তাই আপনাকে তার কাছ থেকে ক্ষমা নিতে হবে তাই তার সাথে যোগাযোগ করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ