freelancer এ আমি নতুন একটা একাউন্ট খুলছি কিনতু কাজ কিভাবে পাবো তা বুঝতে পারছি না, কেউ সাহায্য করেন
Share with your friends
SChoolWab

Call

প্রথমত আপনি নিজেকে একজন মানসম্মত করে গড়ে তুলুন। তারপরে, আপনার প্রোফাইলটি সুন্দর করে সাজান। এজন্য আপনি অন্য যেকোন ফ্রিলান্সার এর প্রোফাইল কে অনুকরণ করতে পারেন। তবে কখোনোই ভুল তথ্য দিয়ে আপনার গ্রাহকদের বোকা বানানোর চেষ্টা করবেন না। মনে রাখবেন, ফ্রিলান্সার.কম এ প্রোফাইলের গুরুত্ব অনেক। এর পরে আপনার স্কিল (দক্ষতা) অনুযায়ি কাজ খুজে এর বিস্তারিত পড়ে একটি মূল্য নির্ধারণ করে বিড দিন। আর সাথে সাথে বিভিন্ন প্রতিযোগিতায় (কন্টেস্টে) অংশগ্রহন করুন। আশা করি আপনি সফল হবেন।

Talk Doctor Online in Bissoy App