Share with your friends

কয়েকটি উপায়-


  • বেশি এপ একসাথে চালাবেন না। তাহলে র‍্যাম কম ইউজ হবে আর এতেই ব্যাটারি সাশ্রয় হবে।
  • বেশি এপ ইনস্টল না করা।
  • ফোনের ব্রাইটনেস কম রাখা এতে ব্যাটারি সাশ্রয় হবে।
  • প্রতিদিন ফোন রিবুট করা তাতে ব্যাকরাউন্ডে চলতে থাকা এপগুলো ক্লোজ হয়ে যাবে।
Talk Doctor Online in Bissoy App

বাড়ানোর অনেক উপায় আপনি  ইন্টারনেটে পেয়ে যাবেন, তবে সত্যি কথা  কি জানেন, আপনি কখনোই আপনার  মোবাইলের ram বাড়াতে পারবেন না,    যদি পারাই যেত তাহলে যার 512 ram এর মোবাইল, সে তার ram ১gp বা ২gb করে  বসে থাকত, দামি মোবাইল আর কিনত না।    তাই আপনাকে বলব, এসব উপায় বাদ দিয়ে  যতটা ram আছে অতোটা নিয়েই থাকুন, বা বেশি ram এর মোবাইল কিনে নিন।    এসব উপায় মোবাইলে অ্যাপ্লাই করে শুধু  শুধু মোবাইলের ক্ষতি করেন না।   ব্যাটারির জন্য আপনি Greenfy অ্যাপ টি ইউজ করুন।

Talk Doctor Online in Bissoy App
Call

মোবাইলের ব্যাটারি এবং র্যাম ভালো রাখার জন্য নিচের পদ্ধতিগুলো অনুসরন করুন

  • মোবাইলে অর্ধেক চার্জ থাকা অবস্তায় চার্জ দিবেন
  • বেশিক্ষন ধরে মোবাইল চার্জে লাগিয়ে রাখবেন না
  • সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা চার্জ দিবেন
  • মোবাইল চার্জ অবস্তায় টিপাটিপি করবেন না
  • মোবাইলে প্রয়োজনিয় এপ্স ছাড়া অপ্রয়োজনিয় এপ্স রাখবেন না
  • ফোন মেমোরি সবসময় 500 থেকে 600 এম্বি খালি রাখবেন
  • বেশিক্ষন ধরে কোন গেমস খেলবেন না
  • ইন্টারনেট বেশিক্ষন ব্যবহার করবেন না
Talk Doctor Online in Bissoy App
JOYMALAKAR

Call

ভাই ram বাড়ানো যায়।এর জন্য ফোন রুট এর প্রয়োজন হয়।আর দামি ফোন কিনার মাধ্যমে oparator যে hardware দেয় তাতে ram run এর সময় ফোন গরম হয় না।ব্যটারি back up ভালো দেয়।আর hardware কেমন ram নিযে পারবে তা হিসেব করে ram দেয়।আর ব্যাটারি যত খোলা কম হবে তা তত ভালো টিকবে।

Talk Doctor Online in Bissoy App