এ বিজ্ঞপ্তিটা কিভাবে দূর করবো? Sohel Rana, BNP বিএনপি সমর্থক গোষ্ঠী -এ আপনার ছবি -তে মন্তব্য করেছেন। 5 মিনিট আগে

এ ছবির সাথে আমার কোনো সম্পর্ক নাই। এটা আমি পোষ্ট করিনি। তবে আমি এতে কমেন্ট করেছি ও জবাব দিয়েছি।  এরকম কেন হলো? দয়া করে বিস্তারিত জানাবেন!


Share with your friends
আপনি যখন ফেসবুকের কোনো ব্যাক্তির,গ্রুপের বা পেজের কোনো (ছবি,মন্তব্য,ভিডিও) পোস্ট লাইক দেন বা (Comment)  মন্তব্য করেন। তখন, আপনার কোনো বন্ধু বা অন্যকোনো ব্যক্তি ঐ পোস্টে লাইক দিলে, মন্তব্য করলে বা আপনার মন্তব্যটির জবাব বা প্রতিক্রিয়া  জানালে তা আপনার অবগতির জন্য ফেসবুকের বিজ্ঞপ্তির (Notification) মাধ্যমে আপনাকে জানানো হয়ে থাকে। এটি বন্ধ করার কোনো পদ্ধতি নেই। 
আর যদি এমন হয়ে থাকে যে, আপনাকে ঐ পোস্টের সাথে ট্যাগ করা হয়েছে তবে তা আপনি চাইলে ট্যাগ রিমুভ করার মাধ্যমে অনাকাঙ্ক্ষিত বিজ্ঞপ্তি আসা বন্ধ করতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। না বুঝে থাকলে মন্তব্য করবেন, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ
Talk Doctor Online in Bissoy App