আমি আর আমার স্ত্রী প্রেম করে কোর্ট ম্যারেজ করে বিয়ে করেছি ১ বছর রিলেশন করে।আমি তাকে আমার আগের রিলেশিন এর কথা জানাইনি।কারন সেটি আমার আবেগগত ভুল ছিল এবং মাত্র ২০-২২ দিনের একটি রিলেশন ছিল।তাই এই ব্যাপারটি আমাদের মধ্যে যাতে কোন ঝামেলা না করে তাই গোপন রেখেছিলাম।এখন বিয়ের ৫ মাস।সে কোনভাবে আগের ব্যাপারটি জানতে পেরেছে।এখন সে আমাকে কোনভাবেই বিশ্যাশ করতে পারছেনা।সে আমাকে প্রমান করতে বলেছে যে আমি তাকে সত্যি ভালবাসি।এখন আমি বুঝে উঠতে পাচ্ছি না যে তাকে আমি কিভাবে বিশ্যাশ করাবো যে তাকে আমি সত্যি ভালবাসি।এবং আগের রিলেশন এর প্রতি আমার কোন ফিলিংস নেই।আমার প্রশ্ন হচ্ছে এই যে,সে আমাকে প্রমান করে দেখাতে বলেছে যে আমি তাকে সত্যি ভালবাসি। আমি কিভাবে তাকে বুঝাতে পারি বা প্রমান করাতে পারি?? উত্তর দিলে উপকৃত হতাম
শেয়ার করুন বন্ধুর সাথে