আমি একজন ফুটবল খেলোয়াড় হতে চাই।আমার সে যোগ্যতাও আছে। আমার বয়স ১৫। সমবয়সিদের কথা বাদ দেই বড়দের সাথে খেলার সময় কাটিকাটি করে অনেক গোল করি আমি।এ অবস্থাতে আমি কি ভাবে একজন ফুটবলার হতে পারব তার কিছু উপায় বলে দেন।যেমন:কোন ক্লাবে ভতি হতে হবে,ক্লাবটি কোথায় ইত্যাদি।বিকেএসপি ক্লাব বাদে। যে এ ব্যাপারে সব কিছু জানে সে এর উওর দেন।এবং আপনার ইমেল টা একটু দেন।যেন আপনার সাথে পরে যোগাযোগ করতে পারি।
শেয়ার করুন বন্ধুর সাথে