আমার এস এস সি ১ তারিখ থেকে কিন্তু আমী এখনো একটা অঙ্ক ও পারিনা। এখন আমার ৫ দিন মত সময় আছে আমি কিরকম পথ অবলম্বন করে অন্তত পাশ করতে পারি?
শেয়ার করুন বন্ধুর সাথে

রুটিন তৈরি করুন ৷ এবং পড়ালেখায় বিশেষ গুরুত্ব দিন ৷ যেসব সাবজেটে দুর্বল সেটিতে বিশেষ গুরুত্ব দিন ৷ আপনি গনিতের সুএ মুখস্ত করে নিন ৷ এবং সেটি বুঝে বুঝে করার চেষ্টা করুন ৷ এবং আপনি প্রায়জনে শিক্ষকের সাহায্য নিন ৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ভালভাবে লেখাপড়া করতে হবে।তবে একটা কথা মনে রাখবেন পাশ করলেই তাকে ভাল ছাএ বলা যায় না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

এ কি বলেন ভাই আপনি?

সারা বছরে যা করতে পারেননি, তা মাত্র ৫ দিনে কিভাবে

পারবেন??

যাইহোক, 

★আপনি অযথা সময় নষ্ট না করে, এখনই সাজেশন এর ৯৯% অংক গুলো প্রতিটি পাঠ থেকে শিখতে থাকুন। 

★সব অংক করতে না পারলে, অন্ততপক্ষে পাশ করতে যেন পারেন, ততটি অংক করুন। 

★বন্ধুদের কাছ থেকে জানুন যে, কোন অংক গুলো পরিক্ষায় আসার বেশি সম্ভাবনা?

★প্রথমে সহজ সহজ অংক গুলো করুন, তারপর ধীরে ধীরে কঠিন অংকে যাবেন।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ত্রিকোণোমিতির ১০ম অধ্যায়, জ্যামিতি অংশ, পরিমিতি অংশ ও পরিসংখ্যান অংশ খুব ভাল ভাবে করবেন । এগুলো তুলনামুলক সহজ । এগুলো এমন ভাবে করবেন যাতে যেকোনো প্রশ্ন আসলে যেন সঠিক উত্তর দিতে পারেন । তার পাশাপাশি অন্যান্য অধ্যায় গুলোও করবেন । আর গণিতে বেশি বেশি সময় দিবেন । আশাকরি পাশ করবেন ইনশাআল্লাহ্ ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ভাই আমার একটা স্যার অঙ্ক/ গণিত মুখস্থ করে পাশ করেছিল আপনি আমার স্যার কে অনুসরন করে সব মুখস্ত করা শুরু করুন জ্যমেতির মত ৷শেষ সময়ে এর থেকে ভালো সমাধান আর নাই ৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ