আমার পিসিতে Windows Setup দেয়ার সময় Partition Delete,formate, Etc অপশনটা আসে না শুধু Partition Select করা সেটাপ দেওয়া যায় । যার কারোনে আগের Windows File গুলো Windows Old নামে থাকে যা ডিলিট হয় না । কিভাবে অপশন গুলো আসবে ?
Share with your friends
PoisaClick

Call

দূঃখিত মূলত সি ড্রাইভ ফরম্যাট করা যায়না। কারন কোন অপারেটিং ডিফল্টভাবে ইনস্টল হলে তা সি ড্রাইভে স্টোর হয়। সুতরাং ডিলেট করা যাবে না। তবে আপনি যদি পূনরায় নতুন করে উইন্ডোজ ইনস্টল করতে চান সেখানে ফরম্যাট করা যাবে। এই ক্ষেত্রে অপারেটিং সিস্টেমের ডিস্ক যেমন উইন্ডোজ ৭ সিডিরমে প্রবেশ করান> ইনস্টল করার কমান্ড দিতে এন্টার প্রেস করতে হয় (যদিও বিষয়টি বায়োসেসেট করা থাকতে হয়। বিস্তারিত দেখতে এই লিংকটি দেখুনঃ http://www.pchelpcenterbd.com/e-book-4691

Talk Doctor Online in Bissoy App

আপনি নতুন করে উইন্ডোজ সেটআফ দেয়ার সময় drive option এ ক্লিক করে C Drive Select করে Format এ ক্লিক করুন। তাহলে আপনার C Drive Format হয়ে যাবে। এবার আপনি C drive এ নতুন করে Windows সেটআপ দিন।

Talk Doctor Online in Bissoy App