মেয়ে মানুষ ফুলের সমান তাই সামান্য একটু কথায় ও তারা অভিমান করে, তাই অতি সহজে অভিমান ভাঙ্গানোর উপায় কি?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

#1

ভালোবাসার মানুষদের মাঝে মান অভিমান একটা স্বাভাবিক বিষয়। ভালোবাসায় অভিমান না থাকলে প্রেম কখনোই এতো মধুর হতো না। অনেক সময় আবার এই ছোট ছোট অভিমান গুলোই ঝগড়ার ও সম্পর্ক ভাঙ্গার রূপ নেয়। তাই আগে থেকেই মিটিয়ে ফেলুন অভিমানগুলো।

আসুন আজ জেনে নেওয়া যাক প্রিয়জনের মান ভাঙানোর ৪টি সহজ উপায়:

১। আপনিই আগে ‘সরি’ বলুন:
অনেক সময় দোষ না করলেও ‘সরি’ নিজেই বলুন। সরি বললেই যে আপনি ছোট হয়ে গেলেন তা কিন্তু নয়। দু’পক্ষেরই যদি দোষ থাকে তবে কখনই একা ঝগড়া করা যাবে না। নিজে দোষ করলে তা স্বীকার করুন। যদি আপনি ছোটখাট কোনো ভুলও করে থাকেন তাহলেও ক্ষমা চেয়ে নিন। এমনটা করলে আপনার মনের মানুষের রাগ বেশিক্ষণ আর থাকবে না।

২। কার্ড ও কেক উপহার দিন:
ভালোবাসার মানুষের রাগ ভালানোর সবচেয়ে ভালো উপায় হল একটা কার্ডে সরি লিখে তাকে পাঠানো। আবার একটা কার্ডে ম্যাজিক্যাল তিনটি শব্দ লিখেও তাকে দিতে পারেন। এছাড়াও তার পছন্দের একটি কেক কিনে তার উপর সরি লিখেও তাকে দিতে পারেন।

৩। ‘হাগ’ করুণ:
অল্প সময়ের মধ্যেই যদি মনের মানুষের রাগ ভাঙাতে চান তবে শক্ত করে জরিয়ে ধরুন তাকে। এমনটা করলে মনের মানুষের রাগ নিমেষেই গলে জল হয়ে যাবে। শক্ত আলিঙ্গন সাধারণত ভালোবাসার পরিমাণ প্রকাশ করে। আর মনের মানুষের আভিমানী মুহূর্তে আলিঙ্গন তাকে আপনার আরো কাছে আনতে বাধ্য করবে।

৪। পছন্দের কোনো জিনিষ উপহার দিন:
মনের মানুষ রাগ করে থাকলে তাকে তার পছন্দের কোনো জিনিষ উপহার দিতে পারেন। তবে উপহার যে দামি কিছু হতে হবে তার কোনো মানে নেই৷ তার প্রিয় ফুল বা চকোলেট উপহার দিতে পারেন। হয়ত প্রথমে তিনি একটু মুখ গোমরা করে থাকবেন কিন্তু রাগ গলতে বেশি সময় লাগবে না। -সূত্র: দ্যা ডেটারিপোর্ট।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

একটু বেশী করে ভালোবাসুন আর তাকে যেভাবেই হোক ইমোশোনাল করার চেষ্টা করুন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

যেভাবে সহজে মেয়েদের রাগ ভাঙানো যাবে : অনেক সময় দোষ না করলেও ‘সরি’ নিজেই বলুন৷ সরি বললেই যে আপনি ছোট হয়ে গেলেন তা কিন্তু নয়৷ দুপক্ষেপই যদি দোষ থাকে তবে কখনই একা ঝগড়া করা যাবে না৷ নিজে দোষ করলে তা স্বীকার করুন৷ যদি আপনি ছোটখাট কোন ভুলও করে থাকেন তাহলেও ক্ষমা চেয়ে নিন৷ এমনটা করলে আপনার মনের মানুষের রাগ বেশি ক্ষণ স্থায়ী থাকবে না৷ অল্প সময়ের মধ্যেই যদি মনের মানুষের রাগ ভাঙাতে চান তবে শক্ত করে জরিয়ে ধরুন তাকে৷ এমনটা করলে মনের মানুষের রাগ নিমেষেই গলে জল হয়ে যাবে৷ শক্ত আলিঙ্গন সাধারনত ভালবাসার পরিমাণ প্রকাশ করে৷ আর মনের মানুষের আভিমানী মুহুর্তে আলিঙ্গন তাকে আপনার আরও কাছে আনতে বাধ্য করবে৷ মনের মানুষ রাগ করে থাকলে তাকে তার পছন্দের কোন জিনিষ উপহার দিতে পারেনে। একটু মানিব্যাগ খালি হতে পারে। তবে উপহার যে দামি কিছু হতে হবে তার কোন মানে নেই৷এই শাহবাগের মোড় থেকে তার প্রিয় ফুল বা চকোলেট উপহার দিতে পারেন৷ হয়ত প্রথমে তিনি একটু মুখ গোমরা করে থাকবেন কিন্তু রাগ গলতে বেশি সময় লাগবে না৷ একটা গান মনে পড়ে গেল, ‘সখী যাতনা কাহারে কয়’ ভূল হোক শুদ্ধ হোক একটা গেয়ে দিলেন৷ তেমনই ভালবাসার মানুষের রাগ ভালানোর সবচেয়ে ভাল উপায় হল একটা কার্ডে সরি লিখে তাকে পাঠানো৷ আবার একটা কার্ডে ম্যাজিক্যাল তিনটি শব্দ লিখেও তাকে দিতে পারেন৷ এছাড়াও তার পছন্দের একটি কেক কিনে তার উপর সরি লিখেও তাকে দিতে পারেন৷নয়ত ফেবুকে একটা পোস্ট দিতে পারেন ।আরেক পদ্ধতি: অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকুন, কিছুক্ষনের মধ্যে ফলাফল পেয়ে যাবেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ