শেয়ার করুন বন্ধুর সাথে
Jamiar

Call
অসাধারণ একটি প্রশ্ন করেছেন যে ভালোবাসা আর ভালোলাগার মাঝে পার্থক্য কী?    
আসলে ভালোবাসা ও ভালোলাগা একে অপরে পরিপূরোক  একটি ছাড়া অন্যটি মূল্য হিন। কেনো না  যার প্রতি ভালোবাসা জাগে তার প্রতি ভালোলাগা ও জাগে, অণুরুপ ভাবেও যার প্রতি ভালোলাগা জাগে তার প্রতি ভালোবাসা ও জাগে। আর এই ভালোবাসা ছাড়া ভালোলাগা মূল্য হিন। তেমনি ভালোলাগা ছাড়াও ভালোবাসা মূল্য হিন।  কেনো না দুইটাই   মানুষের  মন থেকে প্রতিফলিত হয় যা কোন ইচ্ছা বা আকাঙ্খার উপর নির্ভর করে না বরং ইচ্ছা বা আকাঙ্খা গুলো ভালোবাসা ও ভালোলাগার  উপর নির্ভর করে।  
ভালোলাগা ও ভালোবাসার মধ্যে তেমন পার্থক্য না থাকলেও   ভালোবাসা ও ভালোলাগা সম্পর্কে ও পার্থক্য  জেনে নিন।
  1. ভালোবাসা হলো :- মূলত মানুষের ভালোলাগা থেকেই ভালোবাসা সৃষ্টি হয়। মানুষের  মনের এক কাল্পনিক অনুভুতির ভাষা যা প্রিয়    মানুষটির কথা ভাবা, তার  প্রতি আকৃষ্ট হওয়া , তার প্রতি এক ধরনের দুর্বলতা সৃষ্টি হওয়া,তার ছোট ছোট ইচ্ছা গুলো পূরন করা, তাকে নিয়ে মজার স্বপ্ন দেখা, তার কথা গুলো মনযোক দিয়ে শোনা, বিশেষ কিছু উপহার দেওয়া,  তার মনের কথা গুলো অনুভব করা , তার ইচ্ছা গুলোর প্রতি খেয়াল রাখা,  তার প্রতি বিশ্বাস জাগিয়ে তোলা,  প্রিয় মানুষটির ভালোবাসা বা ভালোলাগার মুহুরত গুলোতে তার কথা মনে পরা, প্রতিটা আনন্দময় সময়ে, প্রতিটা   ব্যস্ততার সময় গুলোতে, প্রতিটা দিন, প্রতিটা সময়, প্রতিটা সেই খুসির দিন গুলোতে ভালোবাসার মানুষ্টির কথা মনে পরাই হচ্ছে ভালোবাসা যা মানুষের মন থেকে জেগে উঠে যা ভালোলাগা এর মাধ্যমে। আসলে  ভালোলাগা ছাড়া ভালোবাসা কখনোই সৃষ্টি হবে না । কেনো না কোন মেয়ে/ছেলের সাথে রিলেশন হওয়ার আগে অথবা বিবাহ হওয়ার আগে উক্ত ছেলে মেয়ের মধ্যে পছন্দ / ভালোলাগা তৈরি হয় তার পরেই বিবাহের জন্য রাজি হয় বা রিলেশন এ জন্য প্রস্তাব দেয়। তাই প্রথমে ভালোলাগা তার পরেই ভালোবাসা।
  1. ভালোলাগা :- মুলত মানুষের অনুভুতি থেকেই মানুষের ভালোলাগা তৈরি হয়, ভালোলাগা যা মানুষের মনের সেই পছন্দের দিক গুলোতে প্রতিফলিত হয়, মানুষের ভালোলাগা থেকে কষ্ট আশে, ভালোলাগার মাধ্যমেই মানুষের প্রতি মানুষের ইচ্ছা, আশা, আকাঙ্খা, ভালোবাসা সৃষ্টি হয় ভালোবাসা থেকে প্রিয় মানুষ গুলোর ইচ্ছা, আশা,আকাঙ্খা, চাওয়া, পাওয়া,গুলো পূর্ণ হয়। তাই ভালোবাসা ও ভালোলাগা পরিপুরোক যা একটি ছাড়া অন্যটির মূল্য হিন। 

আশা করি বুঝতে পারছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ