Cetyl Alcohol কি? এটি কি হালাল? আসলে আমি একটি Vaseline lotion ব্যাবহার করি কিন্তু ওইটার উপাদানগুলো আগে কখনো খেয়াল করিনি আজকে যখন দেখলাম তখন দেখি Cetyl Alcohol দেয়া আছে শুধু তাই না আমি ওইটা ব্যাবহার করে নামাজ পরেছি তেলাওয়াত ও করেছি। এখন জানতে চাই এই lotion হালাল না হারাম? আর যদি হারাম হয়ে থাকে তাহলে ওইটাকে হালাল করার কি কোনো উপায় আছে ?
Share with your friends