শেয়ার করুন বন্ধুর সাথে

দেহের বৃদ্ধি , হূদপিন্ড,স্নায়ু এবং পরিপাক ব্যবস্থার সুষ্ঠু কাছ করে তাছাড়া চামড়ার স্বাস্থ্য ঠিক রাখে,ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ভিটামিন বি এর কাজ হচ্ছে দেহের বৃদ্ধি, স্নায়ু ও মস্তিষ্কের কাজ,দেহকোষের বিপাক,প্রজনন ইত্যাদি সম্পন্ন করা|খাওয়ার অরুচি,ঠোট ফাটা রোধ,রক্তশূন্যতা রোধ,বেরিবেরি রোগ থেকে রক্ষা,জিভের ঘা রোধ,বমিভাব ও অ্যানিমিয়া রোগ থেকে রক্ষা করা ভিটামিন বি এর কাজ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Yakub Ali

Call

ভিটামিন ‘বি’ আসলে অনেক গুলো ‘বি’ ভিটামিনের সমন্বয়, যাকে আমরা ভিটামিন ‘বি’ কমপ্লেক্স বলতে পারি। ‘বি’ গুলো হচ্ছে বি১, বি২, বি৩,বি৪, বি৬, বি৭, বি৯,বি১২। এগুলো সবই ‘বি’ ভিটামিনের মধ্যে পড়ে। মানবদেহের অত্যন্ত জরুরী কিছু ফাংশন নিয়ন্ত্রণে ভিটামিন ‘বি’ গুরুত্বপূর্ণ। দেহের অত্যাবশ্যকীয় উপাদান এই বি ভিটামিন।

প্রতিদিনই আমাদের এই ভিটামিন ‘বি’ এর প্রয়োজন। যা আমরা পেয়ে থাকি আমাদের খাদ্য তালিকার বিভিন্ন খাবার থেকে।


এবার আমরা বিভিন্ন ভিটামিনের উৎস ও প্রয়োজন সমন্ধে আলোচনা করবো-


ভিটামিন বি১(থায়ামিন)


ভিটামিন বি১ পেশী স্নায়ুকে শক্তিশালী করতে বিশেষ ভূমিকা রাখে। নিউরোপ্যাথিক পেইন তৈরি হবার কারণ গুলোর মধ্যে ভিটামিন বি১ এর ঘাটতি অন্যতম।

উৎসঃ  সব ধরনের খাদ্য শস্যে ভিটামিন বি১ পাওয়া যায়। এছাড়া ডিমেও ভিটামিন বি১ আছে।


ভিটামিন বি২(রিবোফ্লাভিন)


ত্বক সুস্থ্য রাখতে, চোখ ও স্নায়ুতন্ত্র ভাল রাখতে ভিটামিন বি২ কাজ করে। ভিটামিন বি২ এর অভাবে মুখে এক ধরনের ক্ষত এর সৃষ্টি হয়।

উৎসঃ  দুগ্ধজাত খাবার, চাল ও ডিমে বি২ আছে।


ভিটামিন বি৩ (নিয়ামিনামাইড)


কাজঃ


»» হজমে সাহায্য করে।

»» স্নায়ুতন্ত্রের কর্মক্ষমতা বাঁড়ায়।

»» এর ঘাটতি ডায়রিয়ার সৃষ্টি করে। ত্বকে ক্ষত সৃষ্টি হতে পারে। বি৩ এর অভাবে পেলাগ্রা নামক অপুষ্টি রোগ হতে পারে। এতে ত্বকে চিড় ধরে এবং মস্তিষ্ক বিকৃতি ঘটে।


ভিটামিন বি৫ (পেনটোথেনিক এসিড)


► শিশুদের স্বাভাবিক বেড়ে উঠা এবং দেহের সঠিক গঠনে সাহায্য করে।

উৎসঃ  গোল আলু, ডিম, টমেটো।


বি৬ (পাইরিডক্সিন)


হোমোসিসটিন এর মাত্রা কমাতে পারে। যা ক্ষতিকর এক ধরনের অ্যামাইনো এসিড। এবং এটি হৃদ রোগের অন্যতম কারণ।

উৎসঃ  মাছ, লিভার ও গোল আলু।


বি৭ (বায়োটিন)


শরীরের নানা শারীরবৃত্তীয় কাজে হরমোন অত্যাবশ্যকীয় উপাদান। এই হরমোন সৃষ্টিতে সহায়তা করে বি৭ বা বায়োটিন।

উৎসঃ  চীনাবাদাম, লিভার, কলা।


বি১২ (মিকোবালামিন)


হিমোগ্লোবিন তৈরিতে ও ডি এন এ সিন্থেসিস এর জন্য গুরুত্বপূর্ণ।

উৎসঃ  গোশত, মাছ, ডিম, দুগ্ধজাত যে কোন খাবার।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ