দ্রুত বীর্যপাত সমস্যা রোধ করতে দরকার একটা স্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করা। পুরুষের মিলনের স্থায়িত্ব তার ইচ্ছার উপর নয় বরং তার শারীরিক সক্ষমতার উপর নির্ভর করে। তাই যাবতীয় বদ অভ্যাস বর্জন করুন, নিয়মিত ব্যায়াম, পুষ্টিকর খাদ্য গ্রহণ(দুধ, ডিম, মধু ), খেলাধুলা এবং সৃজনশীল কাজে মনোনিবেশ করা এবং ধর্মীয় বিষয়গুলো মেনে চলার মানুষিকতা তৈরি করার মাধ্যমে আপনি অনেক অযাচিত যৌন অনাচার থেকে মুক্ত থাকতে পারবেন। যার ফলে যৌন ভয় এবং এ সংক্রান্ত চিন্তা থেকে অনেকটাই মুক্ত থাকতে পারবেন তখন দ্রুতবীর্য পাতের প্রশ্নই উঠার কথা নয়। তবে যদি কেউ দ্রুত বীর্যপাত সমস্যায় আক্রান্ত হয়ে থাকেন তাহলে কাল বিলম্ব না করে হোমিওপ্যাথি চিকিত্সা নিন। এটা পুরুপরি Safe এবং খুব দ্রুত ভালো হলে যাবেন চিরদিনের জন্য। এ বিষয়ে আরও কিছু জানতে বিষয়ের সাথে সম্পর্কিত নিচের লিংক গুলো চেক করতে পারেন। আশা করি উপকৃত হবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Yakub Ali

Call

কারো কারো প্রথম যৌন অভিজ্ঞতায় দ্রুত

বীর্যপাত

হতে পারে, সমস্যা না মনে করে দিতীয়বার

ট্রাই করুন দেখবেন ঠিকই 5/7 মিনিট স্থায়ী।

মুলত 

মনোগত দুর্বলতার কারনে, মনে অহেতুক

ভয় কাজ করার কারনে অমন হয় এটা

সমস্যা নয়, পেনিস শক্ত হয় কিনা দেখুন।

দ্রুত বীর্যপাত দুটি কারনে হয়, একটি হলো

90% মনোগত দুর্বলতা 

তাই যথোপযুক্ত চিকিত্সায় সম্পূর্ণ

নিরাময় সম্ভব, আসলে ভাই আমি কোন

প্রফেশনালী কোন ডাক্তার নই, ঔষধের নাম

যানলেও সে

গুলো সরাসরি প্রেসক্রাইভ করি না, তবে

1)যৌন বিশেষজ্ঞ

2) মনোরোগ বিশেষজ্ঞ

3) হামদর্দের  ( যে কোন একটির চিকিত্সায়)

সম্পূর্ণ সমাধান হয়ে যায়।

মনে সাহস আর আত্মবিশ্বাসী থাকবেন, যৌন

উত্তেজনায় মন কে অন্য দিকে সরিয়ে রাখুন।

সব শেষে বলি আপনি @লুবুব কবির@

ঔষধ টি খেতে পারেন, এটি অনেক কার্যকরী।

হামদর্দের।

নিয়মত দুধ কলা ডিম মধু ই ক্যাপ খেতে

পারেন, এগুলি যৌন রোগীর পথ্য, তাই খেতে

ভুলবেন না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ