এবং গুগল এর সাথে কানেক্ট হচ্ছে না, জরুরি সঠিক তথ্য দিবেন? 


শেয়ার করুন বন্ধুর সাথে

আপনার বা আপনার হ্যান্ডসেট যারা ব্যবহার বা নাড়াচাড়া করে তাদের দ্বারাই এই কাজটি হয়েছে।  অথবা, আপনি অন্য কারো হ্যান্ডসেটে সাইন ইন করে থাকলে তার দ্বারাই কাজটি হয়েছে। জেম দ্বারা হয়ত ট্রুপ্স তৈরি,বুস্ট বা গোল্ড অ্যালিক্সার কেনা হয়েছে সে জন্যই জেমসের পরিমান কমে গেছে। আগে নিশ্চিত হউন, কারো হ্যান্ডসেটে আপনার জিমেইল আইডি বা coc আইডি সাইন ইন করা আছে কি না। যদি থেকে থাকে তবে সেই হ্যান্ডসেট থেকে আপনার অ্যাকাউন্টটি সাইন আউট করে দিন। অতঃপর coc এর ডাটাও ক্লিয়ার করেদিন ঐ হ্যান্ডসেট থেকে। এবার আপনার হ্যান্ডসেট থেকে জিমেইলের পাসওয়ার্ড চেন্জ করুন। অতপর COC এর ডাটা ক্লিলিয়ার করে নতুন করে ঐ জিমেইল ও পাসওয়ার্ড দ্বারা সাইন ইন করে খেলতে থাকুন। এতে আপনি জেমস ফিরে না পেলেও গেম্সটা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারবেন যে, আপনি ব্যতিত আপনার এই গ্যাম্স আর কেউ খেলছেনা। প্রয়োজনে হ্যান্ডসেটের লক চেন্জ করে ফেলুন। যাতে আপনি ব্যতিত অন্যকেউ আর গেম্সে না ঢুকতে পারে। আর ফুরিয়ে ফেলা জেমস ফিরে আনা যাবে না। সুতরাং, ওটার কথা না ভেবে, ভালো করে খেলে আবার জেম্স কালেক্ট করতে থাকেন। ধন্যবাদ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ