আইকন (Icon) কি ?????
Share with your friends
Unknown

Call

আইকন শব্দের মানে হচ্ছে প্রতিক, কোনো ছোটখাটো ছবি বা চিহ্নকে আইকন বলে। সাধারণত বিভিন্ন প্রতিষ্ঠান, ওয়েবসাইট, সংস্থা প্রভৃতির নিজস্ব আইকন থাকে।

Talk Doctor Online in Bissoy App
Call

আইকন হোল উইন্ডোজ স্ক্রীন এর অন্যতম মৌলিক উপাদান। নিচে নাম সহ আইকন এর একটা ছবি দিয়ে বুঝানো হোল। এখানে My Document,My computer,Recycle Bin এগুলোকে আইকন বলা হয়। যেমন এখানে তিনটি আইকন আছে আপনার কম্পিউটারে আরও বেশী আইকন থাকতে পারে।উল্লেক্ষ আমরা কম্পিউটারে নতুন কোন প্রোগ্রাম ইনস্টল করলে সেটি একটা আইকন ধারন করে।এবং ওই আইকনে ডাবল ক্লিক করে প্রোগ্রামটি রান করাতে হয়।

Talk Doctor Online in Bissoy App